![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
রাষ্ট্র যখন কোম্পানির কাছে মুঠোবন্ধি। তখন প্রতিদিন সন্ধ্যায়য় ঘরে ফেরা মানুষটাকে তুমি ট্রাকের নিচে বা ঢামেকের মগে খোজে পেতেই পারো। কিংবা বেলা করে ঘুম থেকে উঠা যার নিত্য অভ্যাস। তাকে ভোরের হাটতে যাওয়া মানুষের ভিড়ে রমনার প্রধান ফটকে হৃদযন্ত্র অচল হয়ে মরে থাকা পথিক হিসেবে পেতে পারো। গল্প যাই হোক। একটা মানুষের মৃত্যুর সকল বৈধ গল্প তুমি পাবে সংবাদপত্রের পাতায়।
একটা কোম্পানি রাষ্ট্র আর তার ট্রাক বিশ্বাস করতে চাইনি রাষ্ট্রটা আমারও।
©somewhere in net ltd.