![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
৬০দশক হতে ২০১৭ বাংলাদেশের কয়েক লক্ষ লোক ভারতে আশ্রয় নিয়েছে। শুধু ভারত নয়। বাংলাদেশি শরনার্থী হিসেবে আশ্রয় প্রার্থী বা আশ্রয় নিয়েছে কিংবা (কথিত) অবৈধ শ্রমিক হিসেবে সারা দুনিয়ায় অবস্থানকারী বাংলাদেশির সংখ্যা কত জানেন ? (যদি আমি অবৈধ শ্রমিক শব্দ বিরোধী |
জানার দরকার নাই।
বাংলাদেশ কি এখনো তাদের জন্য নিরাপদ হয়নি? যুক্তি তর্ক যাই হোক দাবী আমার একটাই। বাংলাদেশের মানুষ সারা দুনিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের ফেরত আনার ব্যবস্থা হোক।
এরা তো বাংলাদেশি তাহলে ভারত, পাকিস্তান, মালেশিয়া, আরব, ইউরোপ, আমেরিকা কেন তাদের পুষবে? তাদের বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা হোক।
আমি মানুষ প্রশ্নে বরাবরই সীমা বিরোধী। আমি মানুষ প্রশ্নে রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রের আগে আমি বিশ্বাস করি মানুষ। আমি বলি আমি পৃথিবীর সন্তান। আমি বিশ্বাস করি শুধুই সীমানা, বর্ণ, ভাষা, ধর্ম দিয়ে মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা হতে পারে না। বেচেঁ থাকার প্রয়োজনে মানুষ সারা পৃথিবীতে সব জায়গায় অবস্থান নেওয়ার অধিকার রাখে।
মানুষ রাষ্ট্র, শাসকগোষ্ঠী হাতিয়ার বা বেচাকেনা অর্থনীতির পণ্য নয় এই বিশ্বাস হৃদয়ে পুষে রাখুন।
দেশপ্রেম কমিয়ে বিশ্বাস করুন আপনি পৃথিবীর সন্তান। তবেই পৃথিবী নিরাপদ হবে।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি মানুষ প্রশ্নে বরাবরই সীমা বিরোধী।
আমিও তাই মনে করি। আমি মনে করি একদিন সমগ্র পৃথিবীতে কোন সীমান্ত থাকবেনা। আমেরিকান স্টেটগুলোর মত স্বায়ত্তশাসন
নিজস্ব সংস্কৃতি থাকবে। একটাই দেশ। পৃথিবী।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: প্রিয়তে নিলাম
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৬
জিয়াউদ্দীন বলেছেন: এই লেখা শুধু সেই সব ভাগ্যবানদের জন্য, যারা কিনা freelancing করে অনেক টাকা উপার্জন করেছেন, এখন শুধু পকেটে আনার অপেক্ষা।
বাংলাদেশে Freelancer দের টাকা আনার সব থেকে ভালো এবং গ্রহণযোগ্য উপায় হচ্ছে Payoneer।
কিন্তু এখন Payoneer এ account খুলে বাংলাদেশে MasterCard পাওয়া আর সহজ না, কিন্তু উপায় আছে।
আগে Payoneer MasterCard পাওয়ার পর active করে টাকা ঢুকানো হতো। এখন MasterCard পেতে হলে আপনার account এ সর্বনিন্ম 30$ থাকতে হবে,কেবল মাত্র account active হওয়ার পর 30$ account এ থাকলে MasterCard order করার সুযোগ পাবেন। আর এই নিয়ম বাংলাদেশীদের জন্য।
।
আর আপনার জানা জরুরী যে, Payoneer মোটেও ফ্রী না। এর সুবিধা পাওয়ার জন্য আপনার বাৎসরিক 30$ গুনতে হবে।
।
সুখের খবর এতটুকুই যে,Payoneer MasterCard account খোলার পর আপনি 25$ বোনাস পাবেন, তার জন্য আপনাকে আপনার বন্ধু কারো থেকে referral link নিতে হবে যার কিনা Payoneer এ account আছে, আপনি account খুলে 100$ load করলে আপনার বন্ধু পাবে 25$ বোনাস আপনি ও পাবেন 25$ বোনাস, আর আপনার বাৎসরিক ফি হিসাবে কেটে নিবে 30$
Get payoneer link https://goo.gl/kSRdVh