![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
৪.০ আজব একটা সময় না রাত বলা যায় না সকাল। এই সময়টা ঢাকার রাস্তা বড্ড বেশি অস্থির। ট্রাকগুলো অপ্রয়োজনে হণ দিয়ে চলে। রিকশা চালকরা দ্রুত রিকশা চালায়। যারা রিকশায় বসে আছে তাদের মাঝে অস্থিরতা।
শুধু আমার আর জেকুর কোন অস্থিরতা নেই। আমরা দুজন হাঁটছি। ঢাকার রাস্তায় জেকুকে নিয়ে হাঁটার সুবিধা অনেক । পুলিশ,ছিনতাইকারী,দারোয়ান, বাড়তি লোকজন কেউ বিরক্ত করে না। বিপদ একটাই সে ভয়ানক শান্তিবাদী। আশে পাশে গোটা চার কুকুর ঘিরে ধরে আমাদের। এতবড় দেহ তার তবুও তার কোন সাড়া নেই । তার নিরাপত্তায় আমি নিয়োজিত। লাঠি নিয়ে, চিৎকার করে কুকুর তাড়াই ।
এই শহরে ভয়ানক শান্তিবাদী হিসেবে জেকুকে একটা পদক দেওয়া যায়। আর জেকুর মালিককে শহরের মহা ঝগড়াটে, অসভ্য, অসামাজিক পদক টা দেওয়া উচিত।
ভদ্রলোক কতটা অসভ্য,অসামাজিক,ঝগড়াটে তার প্রমাণ। আমি বাসায় ফিরে গোসল করে ভোর ৪.৪০/৪৫ মিনিটে তাকে ফোন দিলাম। তিনি ফোনের সুইচ অফ করে দিলেন। তারপর ইন্টারকমে ফোন দিলাম। ভাই জেকুর গলায় আমার কোমরের ব্যাল্টা আছে, সকালেই দরকার হবে। তিনি পুরো কথা না শুনে ফোন রেখে দিলেন । অসভ্য লোকটা সুযোগই দিলেন না কিছু বলার।
এ রকম ঝগড়াটে, অসভ্য, অসামাজিক লোকটার আজ জন্মদিন। আমি জানি কন্যা রাশি ছেলেগুলো ভাল হয়। ভয়ানক ভাল হয় । তার প্রমাণ জেকুর মালিক।
শুভ জন্মদিন।
২০১৫ সালে জেকুর মালিকের জন্মদিন উপলক্ষ্যে ফেবুতে লিখিত শুভেচ্ছা বানী।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ভাল ছেলে।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬
কিশোর মাইনু বলেছেন: কিরে ভাই?!?!?
একজনকে দিয়ে সবাইরেই ভয়ানক ভাল!!! বানাই দিলেন?!?!?
আমি ও কন্যা রাশি। আগামী পরশুই আমারে জন্মদিন। কিন্তু আমি মোটেও অতটা ভয়ানক ভাল!!! না, বুকে হাত দিয়ে বলতে পারি।
কষ্ট পেলাম শোভন ভাই।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমিও সেই রাশির। আমিও ভাল। ভয়ানক ভাল তো খারাপ কিছু না। ভয়ানক শব্দটা বেশি ভাল হিসেবে প্রয়োগ করেছি
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: হা হা হা ----
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আ হা
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
স্রাঞ্জি সে বলেছেন:
আমাদের ব্লগে একজন আছে কন্যারাশি, নিজু পিয়াজু।