![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
দেশের সুটকির চাহিদা বেশি থাকায় এখন ভারতের চেন্নাই, দুবাই, পাকিস্তান থেকে সুটকি আমদানি হচ্ছে। আমদানি করা এ সুটকির দাম এবং মান দেশি সুটকি থেকে কিছুটা কম। স্বাদের দিক থেকে আমদানি করা সুটকি নিয়ে সুটকি প্রিয় মানুষের নানা অভিযোগ। শত শত মণ ভেজাল সুটকির ভিড়ে সুটকি প্রেমিকরা দেশিয় সুটকি ঠিকই খোঁজে বের করে নেন। সুটকি চকচক করলেই কেনা থেকে বিরত থাকুন। চকচক করা সুটকি থেকে দেশি সুটকি
০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:২৪
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমার খুবই পছন্দ নয়। কিন্তু আমাদের পরিবারের অন্যরা খুবই পছন্দ করে তাই আমার ছুটতে হয়।
২| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: ছবিগুলোর মধ্যে একটু স্পেস দিলে দেখতে আরো ভালো লাগবে।
০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:২৫
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: জ্বী ধন্যবাদ। দিয়েছি
৩| ০৮ ই জুন, ২০২২ দুপুর ২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেশী শুটকি বেশি মজা।
৪| ০৮ ই জুন, ২০২২ দুপুর ২:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখার অংশ টুকু পোস্টের প্রথমে দিলে দেখতে ভালো হবে।
০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:২৫
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: প্রথমে দিয়েছি।
৫| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার মনে হয় সুটকি খুব পছন্দ?
০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:২৫
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: খুব পছন্দ নয়।
৬| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: শুটকি এখন দেশের বাইরে এক্সপোর্ট হয়। দেশে অর্থনৈতিক ঘাটতি পূরণ করার জন্য ইহার গুরুত্ব বহুত।
০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৫
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: রপ্তানি থেকে আমদানি বেশি হয়।
৭| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৬
নতুন বলেছেন: লইট্ট্া আর রুপচাদা শুটকি আমাদের খুবই পছন্দের।
কিন্তু দেশি শুটকিতে সম্ভবত বিষাক্ত অষুধ ব্যবহার করে মাছি এবং পচনের থাকতে বাচাতে।
চট্রগামের মানুষ বেশি শুটকি খায় এবং ক্যান্সারের হারও খুবই বেশি দেশের অন্য স্থান থেকে।
০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৯
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: বলেন কি ? এ তথ্য তো জানা ছিল না।
৮| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:০৮
নতুন বলেছেন: Click This Link
৯| ০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি শুটকি মাছ খাইনা।
তাজা মাছ যদি হাতের নাগালে
পাই তা হলে কেনো শুটকি খাই?
আমি শুটকিতে পোকা নড়তে
দেখেছি তার পরেও শুটকি
খাবো?
০৮ ই জুন, ২০২২ রাত ৮:৩২
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: তাজা মাছ আমারও পছন্দ। আর পোকাও নিরাপদ। কিছু কিছু ক্ষেত্রে পোকা হল মানদন্ড
১০| ০৮ ই জুন, ২০২২ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: শুটকি মাছ ভালোই লাগে।
০৯ ই জুন, ২০২২ দুপুর ২:২২
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমি খাই না
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: কেন জানিনা, শুকনো মাছ খাওয়া তো দূরের কথা দেখলেই যেন আমার অরুচি আসে। যে জায়গায় মাছগুলো শুকানো হয় এত বিশ্রী গন্ধ যে বহুদূর থেকে সেই গন্ধে নাকে হাত দিয়ে আসা-যাওয়া করতে হয়।