![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
নির্বাচন এসে গেছে বা নির্বাচনের হাওয়া বইছে। তার জানান দিচ্ছে সংখ্যালঘুদের বাড়িতে হামলা। যদি এ হামলার আর একটা রূপ দেখা যাবে নির্বাচনের পর। এই হামলা যে ধর্মের নামে রাজনৈতিক ফায়দা লুটা আর ইস্যু ঘোরানো তা জানার বাকি আছে কি?
১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৩
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হয় কারণ এটা লাভজনক ব্যবসা। তাদের ঘাড়ে বন্দুক রেখে ফায়দা লুটা সহজ
২| ১৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৩০
কামাল৮০ বলেছেন: ৪০%থেকে ৫% এসে ঠেকেছে।এই৫% গেলেই শুরু হবে আসল খেল।যেটা চলছে পাকিতে,আফগানে।
১৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৪১
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: তখন নিজেরা নিজেরা করবে।
৩| ১৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুবই দুঃখজনক।
এইসবের একটা স্থায়ী সমধান হওয়া দরকার।
১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫৪
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: এ সমস্যাই তাদের ক্ষমতায় ফিরে আসার শক্তি।
৪| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৩২
জ্যাকেল বলেছেন: এটা হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের খেলা। পশ্চিমা ও মোডি সরকার সাহেব-কে বুঝাইতে হবে যে ইসলামি/জাতীয়তাবাদী ব্যানারের সরকার আসা চলবে না। অতএব চলুক তান্ডব!
১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪২
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: তবে এদের দিন আসবে । তখন কেউ থাকবে না
৫| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৯
অর্ক বলেছেন: রাজাকারের পয়দা এইসব পাকিস্তানি শিয়ালেরা দেশকে একেবারে হিন্দু শূন্য না করে থামবে না। এই জানোয়ারদের কুতর্কের অভাব কোনওদিন হয়নি, হবেও না। মোডি মোডি পশ্চিমা... জপা শুরু করেছে! পথ ক্লিয়ার রাখা আরকি। সবরকম কুকর্ম করে ভুল বানানো সমস্ত মিডিয়া ভরে দেবে প্রোপাগাণ্ডায়, মোডি মোডি মোডি...
নতুন কিছু নয়। চলে আসছে এ দেশে। এদেরই জয়জয়কার এ দেশে।
৬| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৫০
অর্ক বলেছেন: রাজাকারের পয়দা এইসব পাকিস্তানি শিয়ালেরা দেশকে একেবারে হিন্দু শূন্য না করে থামবে না। এই জানোয়ারদের কুতর্কের অভাব কোনওদিন হয়নি, হবেও না। মোডি মোডি পশ্চিমা... জপা শুরু করেছে! পথ ক্লিয়ার রাখা আরকি। সবরকম কুকর্ম করে ভুল বানানে সমস্ত মিডিয়া ভরে দেবে প্রোপাগাণ্ডায়, মোডি মোডি মোডি...
শুভেচ্ছা থাকলো।
১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪১
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: কিন্তু আর কতদিন।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: এই আধুনিক যুগে এসেও সংখ্যালঘুদের উপর হামলা হয়। ইহা প্রচন্ড দুঃখজক।