![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিলাম সৃষ্টিশীল জগতে, বাস্তবতার টানে এখন পার্চমেন্ট কাগজের সওদাগর। একটু মুক্ত নিঃশ্বাসের জন্য তাই এখানে ওখানে ঢুঁ মারা। সাঃইঃ তারই এক চৌকাঠ।
নেটে জানতে পারলাম আমরা নাকি স্যাটেলাইট উৎক্ষেপন করতে যাচ্ছি। এই লক্ষে কাজ শুরু হয়েছে। স্যাটেলাইট প্রকল্পের নাম হচ্ছে “বঙ্গবন্ধু-১”। শুনে ভালো লাগলো।নিজেদের একটি উপগ্রহ হবে। ৩০০০-৪০০০ কোটি টাকা নাকি খরচ হবে এই প্রকল্পে। উপগ্রহের লাইফ স্প্যান হবে ১৫ বছর। প্রশ্ন হচ্ছে এই উপগ্রহ দিয়ে আমাদের কি সুবিধা হবে? এই বিষয়ে কি কেউ জানেন? জানলে আওয়াজ দেন। এই প্রকল্পের কন্সালটেন্ট হিসেবে রয়েছে Space Partnership International (SPI) বলে একটি প্রতিষ্ঠান। তারা ৮৭ কোটি ফি নেবে। ভাবলাম দেখিতো এরা কি করে। সাইট এর কোয়ালিটি দেখে মনে সিএসই-র প্রথম বর্ষের স্টুডেন্ট এর থেকে ভালো সাইট তৈরী করতে পারে। টিম মেম্বারদের নামের লিষ্টে একজন এশিয়ান নাম পেলাম। সাফিক এ চৌধুরী। লিংকে গিয়ে দেখি ওপেন হয় না। আর অনার নামটাও অন্যদের তুলনায় আলাদা ভাবে বসানো। বুঝতে পারচ্ছি না, পদ্মা সেতুর লস কি উপগ্রহতে তুলা হচ্ছে নাতো ?
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
আরেফিন সজল বলেছেন: আপনি আমি যাইই বলিনা কেন, ভাবিনা কেন Nobody gives a shit