নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শোভন©২০১৫

S M Shovon

S M Shovon › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

-তুমি আবার এসেছো?

-হ্যাঁ। আমি প্রতি রাতেই আসি।

-কেন?

-কবর দিতে।

-কাকে কবর দাও?

-আমার দুঃখ গুলোকে।

-তোমার কি অনেক দুঃখ?

-না। একটুখানি দুঃখ।

-তাহলে প্রতিরাতেই কবর দিতে হয় কেন?

-শেয়াল কুকুরের জন্য। ওরা প্রতিবার কবর দেবার পরই ছুটে আসে। পচা লাশের মত দুঃখ গুলোকে টেনে বের করে ফেলে। কিন্তু খায় না। ওদের দুঃখ খাবার নিয়ম নেই।

-না খাক। তাতে কি?

-গন্ধ। প্রচুর গন্ধ।

-দুঃখের আবার গন্ধ হয় নাকি?

-টাটকা দুঃখের গন্ধ হয় না। বাসি দুঃখের গন্ধ হয়।

-শেয়াল কুকুরে খাওয়া দুঃখ আবার কবর দাও?

-না। সকালে এসে নিয়ে যাই। ডিপ ফ্রীজে রেখে দিই। রাতে এনে কবর দিই।

-বাহ! ভারী অদ্ভুত মানুষ তো তুমি।

-আমি মোটেও অদ্ভুত মানুষ না। অদ্ভুত মানুষের দুঃখ থাকে না। তবে একদিন হয়তো আমিও অদ্ভুত হয়ে যাব। সেদিন কোন দুঃখ থাকবে না। জোছনা দেখলে মন খারাপ হবে না। আমি একা রাস্তায় হাটব। অনুভূতিশূণ্য অদ্ভুত সেই আমি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.