![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিম ফুটে বাচ্চা বের হবার পর দেখেন কোনটা মাছের বাচ্চা আর কোনটা ব্যাঙ এর বাচ্চা আলাদা করতে পারবেন না।৮-১০ দিন পর দেখেন পরিস্কার বুঝতে পার্ছেন কোন টা ব্যাঙের পোনা আর কোন টা মাছের…
ঠিক একই ভাবে কোনো শিশুকে দেখে বোঝা যায় না যে সে বড় হয়ে কি হবে।মানুষ(মাছ) নাকি অমানুষ(ব্যাঙ)।তবে বর্তমানে সরকারের কল্যানে ক্লাস ৫ এই বোঝা যাচ্ছে যে কে চোর হবে আর কে মানুষ(বাবা-মার কল্যানে)
কিভাবে?
কারন ক্লাস ৫ এ পড়া বাচ্চার দারা অসম্ভব পরিক্খার আগের রাতে প্রশ্ন খুজে বের করা।এ কাজে তাদের ব্যাঙ বাবা-মা ই করেছে।
সচেতন বাবা-মা কিন্তু প্রশ্ন গ্রহন করেনি।
এবার পার্থক্য টা বুঝতে পারছেন তো?
আসল ব্যাঙের এবং মাছের পোনা কিন্তু ক্লাস ৫ এই বের হল ।
প্রশ্ন ফাস হচ্ছে দেখেই প্রশ্ন পত্র নিতে হবে এমন কোন কথা নাই।
আশা করি প্রশ্ন গ্রহন না করিলে জেলের
ভাত খাইতে হইবে না।
©somewhere in net ltd.