![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বিদেশী মুভি,নাটক ইত্যাদি পরিহার করে দেশীয় ছবি,নাকট দেখা উচিৎ এ ধরনের কথা-বার্তা
এখন সব সময়ই বলা হয়।
কিন্তু দেশের এফডিসির ছবির যে অবস্থা হইছে তাতে এই সব দেখতে প্রেক্ষাগৃহে যাওয়া অসম্ভব।
টিভিতে নাটক দেখতে গেলে নাটকের বদলে বিজ্ঞাপন
বেশী দেখা লাগে। তাও আবার বোটানিক এরোমা,ওয়াল্টনের জল পড়ি ফ্রিজ ইত্যাদি ইত্যাদি।
এমন যদি হইত যে চরম চরম সব ধারাবাহিক নাটক বানানো হতেছে তাইলে এই টুকু বিরম্বনা মুখবুজে মেনে নেয়া যায়।
কিন্তু নাটকের অবস্থা সেই বোটানিক এরোমার মতই।
যেরকম কাহিনী সেরকম অভিনেতা।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: