নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শোভন মোস্তাফিজ

শোভন মোস্তাফিজ › বিস্তারিত পোস্টঃ

রোগীকে বাদ দিয়ে রোগকে ঘৃণা করি

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৩

রোগীকে নয়,রোগ কে ঘৃণা করা
উচিত।
এখানে রোগী হল ICC, আর রোগ হল
ইন্ডিয়া।
তাই আমাদের ইন্ডিয়ার মত ®রেপিস্ট
জাতি কে ঘৃণা করা শুরু করছি।
ওরা আমাদের পানিতে মারতেছে,
বর্ডারে মারতেছে।আমরা
মারখাচ্চি আর দাত ক্যলাইয়া ওদের
টিভি দেখতেছি।
সাহারার সাথে যেভাবে চুক্তি
বাতিল করা হল ঠিক একই ভাবে
ইন্দিয়ান টিভি চ্যানেল
কোম্পানিরর সাথে চুক্তি বাতিল
করে থাইল্যান্ড ভিত্তিক টিভি
চ্যানেল গুলোর সাথে সাবস্ক্রিপ্টশন
করা সম্ভব।
এতে ইন্ডিয়ান পণ্যের বিজ্ঞাপন
প্রচার বন্ধ হবে এবং এই সব পণ্যের প্রতি
আমাদের চাহিদা থাকবেনা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: পূর্ব দিকে তাকাও..

পৃথিবিটা শুধু ভারত নয়! নিজেদের নিজস্ব সংস্কৃতিকে আরও বেশি স্পন্সরের মাধ্যমে শক্ত করতে হবে।

স্বজাত্যভিমান আরও জাগাতে হবে।

অষ্ট্রেলিয়ান থাই গরু আমদানীর অনুমতি দিয়ে ভারতের গরু রাজনীতি কোনঠাসা করা যায় সহজেই।

২| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০

শোভন মোস্তাফিজ বলেছেন: অনেক কিছুই তো করা যায় কিন্তু তো হয়ে উঠতেছেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.