![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বাংলা হল মিশ্র ভাষা।
বহুকাল আগে থেকেই আমরা সুবিধামত শব্দ নিয়ে বাংলায় যুক্ত করেছি ।
এই যেমন ধরেন চেয়ার, টেবিল, রিকক্সা, মোবাইল ইত্যাদি ইত্যাদি ।
গুনে শেষ করা যাবে না।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বাংলার চেয়ে ফারসি শব্দ ব্যবহার করতে পছন্দ করতেন।
মধ্যযুগে শিক্ষিত বাঙালী ফারসি ভাষার শব্দ আমদানি শুরু করে। আর আধুনিক কালে শিক্ষিত বাঙালী ইংরেজি ভাষার শব্দ আমদানি করে।
তাই কেও কথা বলার মাঝে sorry, welcome, out,stop ইত্যাদি শব্দ উচ্চারণ করলে আমি সমস্যার কিছু দেখি না।
অন্যভাষার শব্দ ছাড়া বাংলা বললে কিছুই বোঝা যাবে না।
আপনে মাতৃভাষা দিবস নিয়ে স্টাটাস দিতেছেন দারুণ দারুণ কথা লিখে। তাতে একটা বানানও যে ভুল হয় নাই- আপনের বাংলা স্যার তার গ্যারান্টি দিতে পারবেন না।
©somewhere in net ltd.