নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

ওয়ারশ পোল্যান্ড – ছবি ব্লগ ১

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪

এক সূর্যালোকিত দিনে পোল্যান্ডের ওয়ারশ শহরের কিছু দৃশ্য

হিপ অন হিপ অফ বাসে করে সারা শহর ঘুরে দেখা যায়। ৫০ জিলটি দিয়ে বাসে উঠেই ড্রাই ভারের কাছ থেকে টিকেট কেনা যায়।


টিকেটের সাথে একটা ম্যাপ দিয়ে দেয় শহরের, বাসে ১০/১২ টা ভাষায় যে এলাকা দিয়ে বাস যায় সেসব এলাকার প্রসিদ্ধ ঘটনার রেকর্ড করা ধারা বর্ণনা করা হয় ।



















মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৪

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬

শোভন শামস বলেছেন: পোল্যান্ড দেশটা বেশ সুন্দর, এক সময় সোভিয়েত বলয়ে থাকার পর ও এই দেশ অর্থনৈতিক ভাবে তরতর করে এগিয়ে যাচ্ছে।
সাথে থাকবেন, ধন্যবাদ

২| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: রাস্তায় জ্যাম নেই।
পরিস্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট।

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫

শোভন শামস বলেছেন: পোল্যান্ড দেশটা বেশ সুন্দর, এক সময় সোভিয়েত বলয়ে থাকার পর ও এই দেশ অর্থনৈতিক ভাবে তরতর করে এগিয়ে যাচ্ছে।
ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী এই দেশ, একটা ধংসের শেষ থেকে তারা আবার মাথা উচু করে দাঁড়িয়েছে।
সাথে থাকবেন ধন্যবাদ।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

কালীদাস বলেছেন: সামহ্যোয়ারইনব্লগের ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি দেশ এবং শহর সম্ভবত আপনিই ঘুরেছেন। কিন্তু আপনার ট্রাভেলগগুলোই সবচেয়ে হতাশ করে। এই ছবিগুলো কোনটার বিশেষত্য কি সেটা আপনার মেমোরিতে চমৎকারভাবে থাকতে পারে, যে জীবনে কোনদিন ওয়ারশতে যায়নি সে কিভাবে বুঝবে কোনরকম বর্ণনা ছাড়া? এই পোস্টে পোল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ স্হাপনার ছবি আছে, আমি নিজেও দেখে মনে করতে পারছিলাম না প্রথমে। সেখানে বাকিরা কি করবে?

পোলিশ কারেন্সির নাম জ্লোটি, জিলটি না।

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২

শোভন শামস বলেছেন: ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।
আপনি কোন দেশকে গভীর ভাবে জানতে চান জেনে ভাল লাগল।
একটা দেশ দেখে সাথে সাথে সে সম্পর্কে লিখা বেশ কষ্টসাধ্য। তাই আমার মত যাদের একটা নতুন দেশ দেখতে ইচ্ছে করে তাদের জন্য কিছু ছবি পোস্ট করি।
পরে সময় করে লিখার চেষ্টা করব।
আমি কিছু দেশে বেড়াতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম অনেক বেশি নয়, তবে আমি যা দেখেছি তা ব্লগে পোস্ট করি যদি কারো ভাল লাগে।
আপনার হয়ত কিছুটা খারাপ লেগেছে, তবে সাথে থাকবেন এবং মন্তব্যের জন্য ধন্যবাদ
পোলিশ কারেন্সির নাম জ্লোটি, বাংলায় বানান টা সঠিক আসে না।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে গেলাম।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.