নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

গায়ে হলুদের গীত

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:১৭

হলুদ বরন কন্যারে আজ

আয় সবায় হলুদে সাজাই

নাচোরে গাওরে সবে

আয়রে বেয়ান বেয়াই।।



পিড়িতে বসেছে কন্যা

যেন হাসিছে শশী নিজে,

হলুদ পানিতে সুন্দরী কন্যা

সলাজ ভঙ্গিতে ভিজে।।

কন্যার মায়ে দাওগো মিষ্টি

প্রাণ জুড়ায়ে খাই।ঐ



গালেতো মাখো হলদি

মাখোরে হাতেতে,

বিয়ার বাড়ী ভরিবোলো আয়

খুশিতে হাসিতে মেতে।।

আজ এ বাড়ীতে খুশির লঙ্কা

কোন দুঃখ কোথাও নাই।ঐ

১/১/০৫, শ্যামলী, ঢাকা।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২৭

মোসতফা মনির সৌরভ বলেছেন: +। কিন্তু অরুন ভাই, কবিতা মনে হয় আপনার বাবা-মাকে দেখানো দরকার। তাহলে তাঁরাই বুঝবেন কি করতে হবে।
আহারে, এতবার বোঝানোর চেষ্টা করছেন, তারপরও কেউ বুঝে না!!!

২| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২৯

মোসতফা মনির সৌরভ বলেছেন: ভাইডি, আবার মাইন্ড খাইয়েন না।

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩৭

সুখী মানুষ বলেছেন: ধুরু সৌরভ ভাই, মাইন্ড করমু ক্যা? আপনি আমার খুবই পছন্দের মানুষরে ভাই..

৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২৯

মানুষ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। তবে রাগপুর হলদে দানার উপর লেখাটা পড়ে কেমন যেন ইয়ে ইয়ে লাগছে

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪০

সুখী মানুষ বলেছেন: ধন্যবাদ মনুষ ভাইয়া, রাগপুর লেখাটার লিংক দেন না প্লিজ।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩০

বিষাক্ত মানুষ বলেছেন: বিয়া কার !!!!!!

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪২

সুখী মানুষ বলেছেন: আমার এক ফ্রেন্ডের বোনের গায়ে হলুদের ষ্টেজ সাজানোর জন্য আমাকে একটা গীত লেখে দিতে বলেছিলো, তাই লিখেছিলাম।

যদা আপনি আশা দেন তাহলে নাহয় নতুন করে আবার এর সুর সাধতে বলবো কাউকে। কি দাওয়াত দেওয়ার ব্যাবস্থা করবেন নি??

৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩৩

সাইফুর বলেছেন: +
দিছি
ভালাই হইছে :(
কিন্তু কোবতে দেখলে মাথায় কেমন জানি করে :(

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৪

সুখী মানুষ বলেছেন: জলবৎতরলং কথা'র গাথুনিতেইতো লেখার চেষ্টা করি সাইফুর ভাই!
+ দিয়েছেন তাই ধন্যবাদ।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩৩

নীল গোলাপ বলেছেন: +

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৬

সুখী মানুষ বলেছেন: নীল গোলাম আপনাকে ধন্যবাদ। আপনার ছদ্মনামটা আমার ভালো লাগে।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩৪

বিহঙ্গ বলেছেন:
আপনারতো দুঃখ এমনিতেই নেই।

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫১

সুখী মানুষ বলেছেন:
মহত্মন বিহংগ,
যার হৃদয়ে মহত্মনের জন্য সশ্রদ্ধ-আসন পাতা আচে তারকি দুঃখ থাকতে আছে?

যে রাতের গগনে কৌমদীপতির আসন শোভা পায় সে রাতে কি আধারের কালিমা থাকে? নাকি থাকতে আছে!

৮| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩৪

েজবীন বলেছেন: অরুন.....লিখছেন?? দারুন .... সুর করতে দিয়া দেন....এবার

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৮

সুখী মানুষ বলেছেন: হা জেবীন আপু, এই অধমের নাদানির'ই ফসল এই গীত। আপনি যদি সুর করতে চান করতে পারেন, তবে একটা শর্ত আছে। :)
শর্ত হলো, সুর দেয়ার পরে গানটা কেমন হলো তা শুনাতে হবে। রাজি?

৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৩

মোসতফা মনির সৌরভ বলেছেন: রাগ ইমনের পোস্ট

হলদে ডানার এই পোস্ট টি ও পড়তে পারেন।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৪

মোসতফা মনির সৌরভ বলেছেন: বুঝছি আমি পছন্দের কেন? কারন আমি মনে হয় বুঝতে পারছি যে আপনার বিয়ে দেয়া দরকার। আর এই কথাটা আমিই বলছি বারবার।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০০

েজবীন বলেছেন: হেঃ হেঃ ভাইরে ..... আমার কথা কইনাই....

ঐকামটাও আপনেই করেন...

১২| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৩

মুকুল বলেছেন:
দারুণ!!! :)
*****

২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১১

সুখী মানুষ বলেছেন: ধন্যবাদ মুকুল ভাই

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩০

অনুনাদ বলেছেন: অরুনরে আগ এ ই বিয়া করান উচিত ছিল, কেউ বুঝলো না, দ:খির দুঃখ শুধু আমিই এ বুঝলাম।

২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৯

সুখী মানুষ বলেছেন: ভায়রা,
তবুতো শালি দাও না :(
আমার মত এত ভোলাভালা ভায়রা পাইবানি আর কোথাও??!! হে হে হে..

১৪| ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৮

পথিক!!!!!!! বলেছেন: বাহ ! দারুন তো

০৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫২

সুখী মানুষ বলেছেন: তাহলে নেক্স্ট টাইম আপনার পরিচিত কারো গায়ে হলুদে কবিতা লেখি দুই পইসা কামাইতে পারবো ? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.