![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
খুবই আশ্চর্য্যজনক একটা কথা বলি?
একজন টাকা ধার নিলেন। এবং কথামত ফেরতও দিয়া দিলেন!
অবিশ্বাস্য না!
আহারে মানুষ এত ভালো হইলে, সারা জীবন সামর্থ অনুযায়ী ধার দিতে মন চায়। কারন টাকা ধার দিয়া যে উপকার করা হয়, তা সত্যিই বড় উপকার। অথচ এই উপকারটা করেই মানুষজন বড় বিপদে পড়ে। টাকাতো ফেরত পায়ই না। উল্টা হয় বন্ধু হারায় না হয় জীবন। কোন মানে হয়?
©somewhere in net ltd.