নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্লিজ মেয়েদেরকে কাঁদাবেন না।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

প্লিজ মেয়েদেরকে কখনো কাঁদাবেন না। তাদের অশ্রু বড় মূল্যবান।
আর্থিক দিক ভেবে দেখুন-

এক ফোঁটা অশ্রু যখন চোখ থেকে গড়িয়ে পড়ে।
- ৬৫০ টাকা দামের Loreal আই লাইনারের সাথে মিশে
- ২৫০০ টাকা দামের Dior mascara গলে যায়

এই ফোঁটাটা যখন গালে গড়িয়ে আসে
- ২৫০০ টাকা দামের D&G blusher মেকাপ গলে যায়।

যখন এইটা ঠোঁটে গিয়ে গড়িয়ে পড়ে
- ৩৫০ টাকা দামের Maybellene লিপষ্টিক নষ্ট হয়।

তার মানে কত দাঁড়াইলো? ৬,০০০ টাকা। হুম, এক ফোঁটা চোখের পানি নষ্ট করে দেয় ৬ হাজার টাকার সাজগোঁজ।
প্লিজ মেয়েদেরকে কাঁদাবেন না।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২

গেম চেঞ্জার বলেছেন: ঐসব ছাইপাস মাখা মেয়েরা কাঁদবেও না ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

সুখী মানুষ বলেছেন: কথাতো সত্য। ভাই আপনার মত ভাইবা দেখি নাই...

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

দি রিফর্মার বলেছেন: মেয়েরা এখন ছেলেদের কাঁদায়। সুতরাং লসের সম্ভাবনা নাই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

সুখী মানুষ বলেছেন: কয় কী! আজকাল কি তাই হচ্ছে ভাইজান? ভয়াবহ তো...

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

নতুন বলেছেন: ভাল বলেছেন। =p~

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

ডার্ক ম্যান বলেছেন: ভেরি ফানি পোস্ট

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

কালের সময় বলেছেন: তাইতো বলি বাজারে আটা ময়দার দাম এত বাড়লো কেন =p~

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

কলম যোদ্ধা বলেছেন: ্মজা পেলাম ভাই

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

রোষানল বলেছেন: শিরোনাম দেখে ধারনা করেছিলাম এটা একটা নারী বাদি পোস্ট । কিন্তু ভুল ভাঙল দুই সেকেন্ড পর । আটা,ময়দ্‌ সুজি ব্যবহার কারিণী মেয়েদের নিয়ে লেখা। সত্যিই কেউ তেনাদের কান্দায়েন্না । চরম হ্যাপায় পরবেন কিন্তু ...হাহাহা :#)

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ।!!

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

নাঈম বলেছেন: হ

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

গরু গুরু বলেছেন: আহারে। ভাবতাছি দেশে গিয়ে কসমেটিক্সের ব্যাবসা খোলব

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

পুলক ঢালী বলেছেন: হুম ভাল কথা বলেছেন শুধু শুধু কাঁদিয়ে খরচের বাজেট বাড়িয়ে নিজের পায়ে কুড়াল মারার দরকার কি ? =p~ =p~

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৫

সুখী মানুষ বলেছেন: আহা ভাই আমার, আপনি এত বুদ্ধিমান কেনওও... :) ?

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৯

প্রামানিক বলেছেন: যারা ঐগুলা মাখে তাদের চোখে কান্দন নাই খালি হাসি হাসি ট্যাঙ্কি মারায় ব্যাস্ত থাকে। কাজেই আপনার অঙ্ক ভুল। যারা কান্দে তাদের ভাগ্যে মেকাপ তো দুরের কথা দুই পয়সার কাজলও জোটে না।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪

সুখী মানুষ বলেছেন: আপনার কথাই বাস্তব।
জাষ্ট একটু মজা করার জন্য একটা বিদেশী জোক্স এর বাংলা ভার্সণ করছি ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.