নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

পুলিশের প্রশংসা সাধারণত কেউ করে না

১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৯

পুলিশের প্রশংসা সাধারণত কেউ করে না। গত দিন এক সিএনজিওয়ালা করলেন। বললেন
- মামা, পুলিশ কইলাম এত খারাপ না।
মিটারের চাইতে অন্তত চারগুন বেশী ভাড়ায় রাজি হয়ে সিএনজিতে বসে আছি। তার রসানো কথা ভালো লাগার কথা না। আমি কিছুই বল্লাম না। সে নিজে নিজেই বললো
- বেতন দ্বিগুন হইছে হেগো। কিন্তু ঘুষ দ্বিগুন করে নাই। আগেও রাস্তায় সিএনজি পার্ক করলে ১০ টাকা নিতো, এখনো ১০ টাকাই নেয়।

অথচ সে কিন্তু চিন্তা করতে পারতো, বেতন দ্বিগুন হইছে অথচ ঘোষ কেন নিবো? কিন্তু না, সিএনজিওয়ালা এই চিন্তাই করে নাই। কারন সে জানে, রাস্তায় গাড়ী রেখে সে অপরাধ করবে। এবং এই অপরাধ আগের দামেই মোচন করা যাচ্ছে। বেতনের মত দ্বিগুণ হয়ে যায় নাই। ভালো না?

-০-
আচ্ছা ফাটা কেষ্ট না কে জানি আছে না? তিনি সিএনজি যেন মিটারে চলে এইটা বাস্তবায়ন করতে পারেন না? নাকি ওপেন সিক্রেটের মত এইটাও ওপেন ক্রাইম হয়েই থাকবে?

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৫

নুর ইসলাম রফিক বলেছেন: হাহাহাহাহাহা সুখি মানুশডায় খালি হাস.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।

২| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৩

কাবিল বলেছেন: সিএনজিওয়ালার সরল চিন্তাভাবনা ভালো লেগেছে।

৩| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

ইকরাম বাপ্পী বলেছেন: সিএনজি মিটারে গেলেও নিস্তার নাই... ... মনে নাই ০.৭৫কিলো তারা ১কিলো বানিয়ে নেয়। সেটা নিয়া কত লেখালেখি কাহাতক আর সহ্য করা যায়? তাই ঘরে শোভা বাড়ানোর মত সিএনজি এর শোভা বাড়াতে একটা মিটার কোন রকমে বাধাই করে রাখে। আর ধর-পাকড় শুরু করলে সাহেবদের পাওয়াই যায় নাহ তখন রাস্তায়... ...

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

সুখী মানুষ বলেছেন: ভাই এমন ক্রাইম রাজপথে কিভাবে সহ্য করা যায় দিনের পর দিন???

৪| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৬

চলন বিল বলেছেন: বাংলাদেশে সিএনজি গুলো মিটারে চলছে
আহ সেটা যেন স্বপ্নের মত

৫| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৫

বিপরীত বাক বলেছেন: বেটার নিজের একটা বাইক থাকা।।।

হাওয়ায় উড়তে উড়তে যাবো গানের সুরে সুরে,,

""চলতি পথে,, জাদুকর ভালবাসা,,.............

৬| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:১৪

প্রলয়শিখা বলেছেন: তাহলে কি ঘুষ দ্বিগুন করলেই লাভ!!!!!!!!!!!!!! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.