![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ইহা চা পাতা।
কাহিনী বলার আগে অন্য একটা কথা বলি। আমার দুষ্টু একটা বন্ধু বলতো, ভালোবাসায় নাকি চিহ্ন না রাখলে এইটা কোন ভালোবাসাই না। দুষ্টু বললাম, কারন কথাটা বলার পর ও চোখ টিপ দিয়া একটা দুষ্টুদুষ্টু হাসি দিতো।
কাহিনী বলা শেষ, এবার চা পাতা'র কাহিনী বলি। আমার লেখা ভালো লাগে বলে সুদূর সিলেট থেকে আহাদ ভাই আসছেন আমার সাথে দেখা করতে। আর ভালো লাগার চিহ্ন হিসাবে নিয়ে আসছেন চা পাতা। এই ভালোবাসায় যেহেতু চিহ্ন পাইলাম, তারমানে এইটা ভালোবাসাই।
এক কলিগ চা পাতা দেইখ্যা টুপ কইরা হাতে নিয়া হাটা দিলো। ছুঁ মাইরা হাত থেকে প্যাকেট ফেরত নিলাম। বললাম, ব্যাটা ভালোবাসার চিহ্ন লইয়া যাও কই! তিনি যে মনে করেন আমি লেখক না। তাকে নিয়া তো ভালোবাসার এই চিহ্ন দেখাইতে হইবো, নাকি?
©somewhere in net ltd.