নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

৩০ লাখ?

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

ঠিক আছে, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ না। কয় লাখ হইলে ভালো হয়? ৩ লাখ? এইটাও বেশী মনে হইতেছে? আইচ্ছা ৩ এর উপরই থাকি, জাষ্ট লাখটারে হাজার করে দেই? ৩ হাজার? ও আইচ্ছা, হাজারটাও বাদ দিবো? তাইলে ৩ জন? ওমম্ বুঝতাছি না। ঈশারায় না মিয়া, মুখে কন। আইচ্ছা আইচ্ছা, ৩ জনও বাদ দেওয়া যায় কিনা? আইচ্ছা দিলাম বাদ।

তাইলে ঘটনা কী দাঁড়াইলো? মুক্তিযুদ্ধে কোন শহীদ হন নাই? ঐ মিয়া ৩০ লাখরে তো শূন্যে নামায়ে আনলাম। আবার ঈশারা দেন কেন? ও আইচ্ছা আইচ্ছা, বুঝতে পারছি। মুক্তিযুদ্ধ শব্দটা বাদ দেওয়া যায় কিনা? হুম যায়, দেওয়া যায়।

তো ফাইনালি দাঁড়াইলোটা কী? ঘুম থেকে একদিন সবাই উঠেই দেখলো পূর্ব পাকিস্তানের নাম বদলায়ে বাংলাদেশ হয়ে গেছে। এইতো? গুড।

তো ব্রাদার আরেকটা ঘুম দেন। এইবার ঘুম থেকে উঠে যেন দেখেন, পূর্ব পশ্চিম কিছুই নাই। দেশের নাম বদলায়ে হয়ে গেছে পাকিস্তান। আপনি পাকিস্তানের নাগরিক। এইটা গুডের উপর ভেরী গুড হয় না? ভেরী গুডের উপর বেষ্ট হয়, আমরা যদি থাকি আমাদের জননী বাংলাদেশকে নিয়া। কত সন্তান তার বলি দিয়ে তবে সে স্বাধীন হলো, কথাটা তারে বারবার যেন আর হিসাব করতে না হয়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

শেষ বেলা বলেছেন: ভাইজান বিষয় ভিত্তিক এবং যুক্তিনির্ভর লেখা লিখেন। ভাল থাকবেন। আরো ভাল লেখা চাই, ধন্যবাদ।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

শোভ বলেছেন: এখন যারা বাংলাদেশ জিন্দাবাদ বলে তখন বলেবে পাকিস্তান জিন্দাবাদ আরকোন চিন্তা নাই ।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১

হারান সত্য বলেছেন: "তো ব্রাদার আরেকটা ঘুম দেন। এইবার ঘুম থেকে উঠে যেন দেখেন, পূর্ব পশ্চিম কিছুই নাই। দেশের নাম বদলায়ে হয়ে গেছে পাকিস্তান।"

বাস্তবতা হল আমরা যে ঘুমে আছি - কিছুদিন পরে ঘুমভেঙ্গে হয়ত দেখব আমরা সবাই অখন্ড ভারতের নাগরিক - কি বলেন?

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

সুখী মানুষ বলেছেন: যে দেশের ইয়াং জেনারেশন এমন দেশভক্ত হয় সেই দেশের ভবিষ্যৎ ফকফকা। ভেবে দেখেন কথাটা কতটা সত্য। থিংক পজিটিভলি ভাই।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

ইনফেকটেড মাশরুম বলেছেন: ভালো বলেছেন। একেবারে গংগারিডাই এ চলে যাই। আলেকজ্যান্ডার যে শক্তিশালী রাজ্যের কথা শুনে পলায়ন করেছিলো। প্রস্তর যুগেও যাওয়া যায়, তবে সে ইতিহাস জানা নাই, তাহলে সেটাও বলা যেতো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.