![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
একান্ত ব্যক্তিগত ভালবাসা থেকে একজন একটা কথা বলছেন। লেখবো লেখবো করেও ভয়ে লেখা হচ্ছে না। প্রতিষ্ঠিত লেখকরা "পুরান পাগলেই ভাত পায় না, আবার ..." টাইপ কথা বলবেন, এই ভয়ে। অবশ্য তাঁরা এই কথাটা বললে যে অযৌক্তিক হবে, তাও না। যাই হোক, বিনয়ের সাথেই কথাটা বলি।
খুব ভালোবাসা নিয়েই বলেছিলেন
- এবারের বই মেলায় একটা বই বের করেন। প্লিজ বই আপনাকে বের করতেই হবে।
লজ্জায় লাল হয়ে বললাম
- ভাই, এত টাকা কই পাবো? আর সময়েরওতো একটা ব্যপার আছে।
বললেন
- সময় করে লেখে ফেলেন, আর বই প্রকাশ করতে যা টাকা লাগে আমি দিবো।
এইবার একটা হাসি দিলাম, বললাম
- বই প্রকাশের টাকাই তো শুধু না। যারা বই কিনবেন তারাতো বই পড়া শুরু করেই বই বন্ধ কইরা পাশে রেখে দিবেন। আর মনে মনে বলবেন, টাকাটাই নষ্ট হইলো। তো উনাদের টাকাটা ফেরত দেওয়াওতো মোরাল দায়িত্বের মধ্যে পড়ে! তাই কি না বলেন? আর সময় বলতে লেখার সময় না। কারা কারা বই কিনছেন এইটা খুঁজে বের করতে হইবো না? না হইলে টাকাটা ফেরত দিবো ক্যামনে? এই সময় আমি কই পাবো বলেন?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩
সুখী মানুষ বলেছেন: জ্বী স্যার।
সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: লেখে যান প্রকাশ ও পাঠক পাবেন একদিন
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪
সুখী মানুষ বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পড়ুক ব্রাদার...
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
জনৈক অচম ভুত বলেছেন: দূরদর্শী চিন্তা-ভাবনা। তবে আমিও বলি, এতো চাপ না নিয়ে বইটা লিখেই ফেলুন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫
সুখী মানুষ বলেছেন: ব্লগে, ফেসবুকে মাগনা পড়তে পারা যায়, এতেই পাবলিক পড়ে না! আর টাকা দিয়ে কিনে পড়বে? আর পড়বেটাই বা কী? কনটেন্টের জোরও তো থাকতে হবে রে দাদা!
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নির্মম বাস্তবতা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬
সুখী মানুষ বলেছেন: তাঁর সাথে একমত হয়ে বলেছি
"জ্বী স্যার।
সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা"
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
গেম চেঞ্জার বলেছেন: ভাই, আপনে সুখি মানুষ। এতো টেনশনবাজ(ক্রেডিট গোজ টু জাদিদ ভাই) হইলে কি চলবে?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪
সুখী মানুষ বলেছেন: ভাই আমার, নিজে সুখী হইলাম / পাঠকদেরকেও সুখে রাখলাম। ভালো না!
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
যুগল শব্দ বলেছেন:
শুভকামনা রইল ব্রাদার।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬
সুখী মানুষ বলেছেন: শব্দ যুগল যেন ভালো করে গাঁথতে পারি, এই দোয়াখানাও করেন যুগল শব্দ ভাই।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৭
অচল অধম বলেছেন: আপনার বই আমি পড়ব,
আপনাকে টাকা ফেরত দেওয়া লাগবেনা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২
সুখী মানুষ বলেছেন: আপনি আমার ভাই, একেবারে দুই মায়ের পেটের আপন ভাই
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮
ডার্ক ম্যান বলেছেন: ২০১৮ সালে বের করতে চাইলে আমি হেল্প করার চেষ্টা করবো।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নির্মম বাস্তবতা।