নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

বাবারা যখন আবিষ্কারক...

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৪

সন্তানের প্রতি ভালোবাসাও কিন্তু দুনিয়াতে বড় রকম কিছু তৈরী করতে কাজে লেগেছে। উদাহরণ দেই -

ডানলপ একজন পশু চিকিৎসক ছিলেন। একদিন দেখলেন তার ছোট্ট ছেলেটা একটা খেলনা রিক্সা চালাচ্ছে। কিন্তু উঁচু, নীচু জায়গায় রিক্সাটা চালাতে বাবুটার খুব কষ্ট হচ্ছে। তিনি ভাবলেন কী করা যায়? তিনি তখন চাকার নীচে পশুর চামড়া জাতীয় কিছু একটা সেলাই করে দিয়ে দিলেন। এইভাবেই তৈরী হইলো টায়ার। আজকাল টায়ার ছাড়া কোন গাড়ী ভাবা যায়?

প্রিয়কে গল্প শোনাতে গিয়েও টুকটাক ঈশপের গল্পটাইপ তৈরী হয়ে যায়। মাঝেমাঝে ভাবি, এইগুলা লেখে রাখলেও হয়ত বাচ্চাদের ঘুম পাড়ানো গল্প তৈরী হয়ে যাবে। সমস্যা হইলো, আমার পুত্র তো আউ আউ (কুকুর) এর গল্প ছাড়া আর কোন গল্পই শুনতে চায় না! আগারে ডানলপ হওয়ার চান্স আমারও ছিলো, প্রিয়'র পছন্দের কারনে হয়ে উঠছেনা।ডানলপ একজন পশু চিকিৎসক ছিলেন। একদিন দেখলেন তার ছোট্ট ছেলেটা একটা খেলনা রিক্সা চালাচ্ছে। কিন্তু উঁচু, নীচু জায়গায় রিক্সাটা চালাতে বাবুটার খুব কষ্ট হচ্ছে। তিনি ভাবলেন কী করা যায়? তিনি তখন চাকার নীচে পশুর চামড়া জাতীয় কিছু একটা সেলাই করে দিয়ে দিলেন। এইভাবেই তৈরী হইলো টায়ার। আজকাল টায়ার ছাড়া কোন গাড়ী ভাবা যায়?

প্রিয়কে গল্প শোনাতে গিয়েও টুকটাক ঈশপের গল্পটাইপ তৈরী হয়ে যায়। মাঝেমাঝে ভাবি, এইগুলা লেখে রাখলেও হয়ত বাচ্চাদের ঘুম পাড়ানো গল্প তৈরী হয়ে যাবে। সমস্যা হইলো, আমার পুত্র তো আউ আউ (কুকুর) এর গল্প ছাড়া আর কোন গল্পই শুনতে চায় না! আহারে ডানলপ হওয়ার চান্স আমারও ছিলো, প্রিয়'র পছন্দের কারনে হয়ে উঠছেনা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.