![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
"গুন দা'র নাম আগে দেওয়া হোক"
ঠিক এই হেডলাইনে একটা নিউজ হইলে বেশ ভালো হয়। যেখানে ভিতরে লেখা থাকবে, রেজওয়ান চৌধুরী বন্যা প্রথম আলো ও ডেইলি ষ্টার অফিসে ফোন করে অনুরোধ করে বলেছেন - গুন দা'র নাম আমার আগে দিয়ে আবার নিউজটা ছাপান প্লিজ।
এক কথায় দুই ঘটনা ঘটবে। বন্যা'র বড় মনের পরিচয় আর পাগল সান্ত্বনা দেওয়া। কথায় ঠিকই বলে রে ভাই - বার্ধক্য গুননাশিনী। বয়স হইলে আসলেও মানুষের গুন বিনাশ হয়ে যায়। এই জন্যই মনে হয় কবিগুরু বলছিলেন - ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৪
সুখী মানুষ বলেছেন: Click This Link
২| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অথচ এই গুণ-কে উপরে তুলতে প্রথম আলোরাও কত কিছু ছাপে। প্রথম আলো মোবাইল না লিখে 'মুঠোফোন' লিখে এই গুণ-এর লেখা থেকে নিয়েই। সেখানে গুণ প্রথম আলোকেই দুষছেন!
৩| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১০
বিজন রয় বলেছেন: হা হা হা
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৬
মারুফ তারেক বলেছেন: আবার রাগ করছে নাকি?

স্বাধীনতা পুরষ্কারের খবরে নির্মলেন্দু গুনের নাম পরে লিখা হয়েছে নাকি?