![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
টেলিটকের সিম রিরেজিষ্ট্রেশন করলাম। বনানী কাষ্টমার কেয়ার থেকে। সময় লাগলো সবেমাত্র মিনিট খানেক! ন্যাশনাল আইডি, ছবি স্মার্টলি বাড়িয়ে দিলাম। ছেলেটা আরো স্মার্ট। স্যার ফার এ গেলো না। একটা মুচকি হাসি দিয়ে বললো
- ভাইয়া আপনারতো সব কাগজপত্রই আপটুডেট করা আছে! কিচ্ছু লাগবে না, শুধু ফিঙ্গারপ্রিন্ট দিলেই হবে।
২| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১১
Safin বলেছেন: সব কাগজপত্র বলতে, ন্যাশনাল আইডি, ছবি ছাড়া আর কি?
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
সুখী মানুষ বলেছেন: মেইনলি এই দুইটাই। কিন্তু বর্ণমালা সিমে আরো অনেক কাগজ দিতে হয়েছিলো। এসএসসির সার্টিফেকেট, বর্তমানের ষ্টুডেন্ট আইডি ইত্যাদি...।
৩| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫
খালিদ হোসাইন বলেছেন: টেলিটকে নেটোয়ার্ক থাকে?
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
সুখী মানুষ বলেছেন: নেটওয়ার্ক নিয়া আজ পর্যন্ত কোন ঝামেলায় পড়ি নাই ভাই। অবশ্য মেইনলি ঢাকাতেইতো থাকি। ঢাকা চিটাগং ট্রেইন রোডে নেটওয়ার্ক থাকে না।
৪| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৪
একনীল বনসাই বলেছেন: ভাল.
৫| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
হাবীব কাইউম বলেছেন: ভাই আমরা যারা সাময়িক সময়ের জন্য (১/২ বছর) বৈদেশ আছি, তাহাদিগের সিম কি বাতিল হইবেক? আমার টেলিটক সিমডা খুব পেয়ারের। জীবনের প্রথম সিম, সুন্দর নম্বর : ট্রিপল ট্রিপল...
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯
সুখী মানুষ বলেছেন: নম্বরটা বন্ধ করে দিলে সমস্যা কোথায়? আপনি যখন দেশে আসবেন তখন রিরেজিষ্ট্রেশন করে ফেলার সাথে সাথেই চালু হয়ে যেতে পারে। সিষ্টেমটা খারাপ হয় এতে? কারন নন-ভেরিফাইড সিম কিন্তু ভাই ক্রাইমের জন্য বড় বিশাল ফ্যাক্টর।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: very good