![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ভালোবাসা ছাড়া আর আছে কী!
মায়ের পেট থেক পড়েইতো আর সরাসরি বিবাহ করে ফেলি নাই। টুকটাক ভালোবাসা স্মৃতি যে একেবারেই নাই তা কিন্তু না। লেখতে গিয়েও এইসব লেখি না। তিনি যদি অবসরের কোন ফাঁকে এইসব লেখা দেখে ফেলেন, এই ভয়তো আছেই। কিন্তু মূল ভয় এইটা না। বড় ভয় অন্যখানে।
আমিতো বানায়ে কিছু লেখতে পারি না! দেখা গেলো ঘটনাগুলা লেখে ফেল্লাম। যাদেরকে নিয়ে ঘটনা, তারা যদি সামহাউ এই লেখাগুলা দেখে ফেলে য্যুনায়েদের মত বলে বসেন
- আপনারে ভাই ভাবছিলাম, ভাই। ছিহ অরুণ ভাই, আপনি তলে তলে এমন ভাবতেন?
তখন!
©somewhere in net ltd.