![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
দরবেশের কাছে এক সুন্দরী গেছে। দরবেশ চওখ বন্ধ করে ধ্যানে বসা অবস্থায় বললেন
- বালিকা তুমি কী চাও?
সুন্দরী বললো
- একটা পারফেক্ট জামাই চাই গুরুজী
দরবেশ মুচকি হাসলেন। বললেন
- পারফেক্টের শেষ নাই বালিকা। তুমি ডিটেইল বলো
বালিকা বলা শুরু করলো
- অঢেল টাকা আর বিশাল ক্ষমতাধর হইতে হবে। দেখতে লম্বা, সুন্দর, সুঠাম, ব্যক্তিত্বসম্পন্ন হইতে হবে। স্বভাবে মজার, হাসিখুশি, সাহসী, পরোপকারী। চরিত্রের দিক দিয়ে ওয়ান ওমেন মেন, অন্য নারীর দিকে ফিরেও তাকায় না এমন ....
সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট ছত্রিস সেকেন্ডের মাথায় দরবেশের ধ্যান ভাংলো। বললো
- থাম থাম বহুত হইছে। বুঝতে পারছি, তোমার জন্য একটাই সমাধান আছে আমার কাছে।
সুন্দরী খুশি হয়ে দরবেশের পাশ ঘেঁসে বসতে বসতে ঢং করে বললো
- কী সেইটা গুরুজী, আমাকে দেন না..আ।
দরবেশ আরেকটু কাছে গিয়া বসতে চাইছিলেন। কিন্তু কী ভেবে যেন লাফ দিয়া দূরে গিয়া বসলেন। পুরান একটা ব্যাগ হাতড়ায়ে একটা ময়লা, রং চটা প্রদীপ বাইর করলেন। বালিকার হাতে দিয়া বললেন
- এইটা আলাদীন সাহেবের ব্যবহার করা সেকেন্ড হেন্ড একটা প্রদীপ। তোমার যে চাহিদা শোনলাম বালিকা, এত গুন একজনের মইদ্দে থাকার কোনই সম্ভাবনা নাই। তাই প্রদীপখানা লইয়া যাও। যখন যে টাইপ জামাইরে পাশে পাইতে ইচ্ছা করবো, শুধু প্রদীপে একটা ঘষা দিয়া বলবা, ব্যস সেই গুনওয়ালা জামাই তোমার সামনে আইসা হাজির হইবো। কিছুক্ষণ পর যখন আবার তারে অসহ্য লাগবো, আবার প্রদীপে ঘষা দিবা। ঘসায় ঘসায় তোমার জীবনের সমস্ত চাহিদা মিটাইতে হইবো। এ ছাড়া আর কোন সমাধান আমার কাছে নাই।
বালিকা খুশি হইয়া প্রদীপ হাতে নিলো। নিয়া ঘষা দিয়াই বললো
- গাধা।
২| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৪
আহলান বলেছেন: হুমমম... বড়ই সত্য কথা ... কিছু কিছু মেয়ে মানুষ দেখি ..কি যে তারা নিজেেদেরকে ভাবে ...ভাবগুলো দেখলে হাসিও পায় , দেখতেও মন চায় ...
৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৭
ফারিহা নোভা বলেছেন: হি হি দারুণ
৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫২
অপু দ্যা গ্রেট বলেছেন: প্রদীপ টা আমার ও লাগব । কত জায়গা ঘুরা বাকি!!!!
৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৩
বুরহানউদ্দীন শামস বলেছেন:
৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭
ঢাকাবাসী বলেছেন: গাধা টাইপের জামাইর ডিমান্ড বেশী মনে হল! চান্স বাড়ল।
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০
সুখী মানুষ বলেছেন: ঝাড়ি'র ভাড় বইতে শুরু করে দিন...।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৮
ফয়সাল রকি বলেছেন:
৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২
সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: প্রদীপ প্রাপ্ত হইবার পর বালিকার প্রথম বাকশব্দ "গাধা"...বাহ! গাধা সম্প্রদায়ের তো চাহিদা তুঙ্গে...
৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৩
বিদ্রোহী সিপাহী বলেছেন: আপনি কি? ভার বইছেন?
১০| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩
তৌফিক মাসুদ বলেছেন: হুমম, আমারা ছেলেরাও ইদানীং কম চাই না। তবে মেয়েদের চাহিদা একটু বেশি। কারন আমাদের সমাজ মেয়েদের কর্মমুখী পায় খুব কম,তাই বড়লোক আর সচ্ছল মেয়েই খোঁজে মেয়েরা।
১১| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬
আরণ্যক রাখাল বলেছেন: শেষমেশ গাধাই খোঁজে তাইলে
আপনি কেমন? পার্ফেক্ট হাসবেন্ড?
১২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯
আমিই মিসির আলী বলেছেন: প্রথমেই ভুল করছেন।
বালিকা গিয়া দরবেশ কে গুরুজী বলবে ক্যান!!!
অদ্ভুত হৈলে ঠিকাছে।
১৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭
আলোকিত অন্ধকার বলেছেন: হা হা হা.। বড়ই আনন্দ পাইলাম.। অসংখ্য ধন্যবাদ আপনাকে.।
১৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪
ওলে ওলে বলেছেন: অবশেষে আবুল হায়াতের দ্বিতীয় বিয়ের ব্যাপারে মুখ খুললেন বাংলা সিনেমার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র। গত ১৮ই মার্চ আবুল হায়াত গোপনে দ্বিতীয় বিবাহের কাজটি সম্পন্ন করেছিলেন। গোপন ক্যামেরায় তোলা সেসময়কার একটি সেলফি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হলে আবুল হায়াতের এই কুকীর্তির কথা সবাই জেনে যায়। তবে এতদিন পর্যন্ত মোটামুটি চুপই ছিলেন মিডিয়া ব্যক্তিত্বরা।
এবার সেই ধারার ব্যতিক্রম হয়ে আবারো প্রবীর মিত্র জাগিয়ে তুললেন তার প্রতিবাদী কন্ঠস্বর। আবুল হায়াতের কট্টর সমালোচনা করে প্রবীর মিত্র বলেন, "আবুলটা আর আগের মত নেই। সে নষ্ট হয়ে গেছে। দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে সে একাজটা না করলেও পারত। ছিহ, ধিক্কার!"
এব্যাপারে আবুল হায়াতের সাথে যোগাযোগ করার জন্য তার ফোনে কয়েকটি মিসকল দেয়া হলেও তিনি কল ব্যাক করেননি। যতটুকু ধারণা করা হচ্ছে, তা থেকে বোঝা যায়, ক্যারিয়ার বাঁচাতেই মিডিয়ার কাছে আবুল হায়াতের এই লুকোচুরি !
আরও পড়ুন, চলে গেলেন আরজে সালমান
১৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৬
সচেতনহ্যাপী বলেছেন: সুখী মানুষ, পুরুষরা আসলেই মেয়েদের বিবেচনায় গাধা!!
১৬| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর...।কে কে....... সুখী মানুষ ।।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০১
মোঃ আমানউল্লাহ বলেছেন: হাহাহাহাহা.....