![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বেকুবের মরা'র চিন্তা মাথায় ঢুকে গেছে। হুজুররে জ্বালায়ে মারতেছে।
- হুজুর আমি কবে মরমু?
হুজুর বিরক্ত হয়ে বললো, যাহ শনিবার সন্ধায় তুই মরবি। এরপর থেকে সে সবার কাছ থেকে বিদায় নিয়া আসলো। শনিবার দুপুরবেলা কবরস্থানে গিয়া ঘুমাইয়া পড়লো। ঘুম থেকে উঠলো সন্ধার পর। দেখে পাশ দিয়া পুলিশ যাইতেছে। ভয়ে দিলো দৌড়। পুলিশ দৌড়াইয়া তারে ধরলো। এরপর দিলো পাছায় দুইটা বারি। পরে কিছুক্ষণ কথাবার্তা বলে বুঝলে, ব্যাটা আসলে বেকুব। পুলিশওতো মানুষ! পকেট থেকে দশটা টাকা দিয়া বললো, যাহ বিরানী কিন্না খাইস।
কিছুদিন পর বিশাল এক মাহফিলে হুজুর ওয়াজ করতেছে। গলায় টান দিয়া কয়
-মৃততুর পর, কঠিন আজাব হইবো....।
বেকুব লাফ দিয়া ওইঠা কয়
- াল হইবো। নিজে মইরাতো দেখলাম। দুইটা পুলিশ আসে, পাছায় দুইটা বারি দেয়। এরপর উল্টা আবার দশটা টেকাও দেয়।
-০-
তনুর খুনিরা নিশ্চয়ই কয় - াল হইবো, কয়দিন ফেসবুক গরম থাকবো। উল্টা এই নিয়া করুন লেকঅ দিয়া কয়েকজন ফেসবুকে ষ্ট্যাটাস সেলিব্রিটি হইয়া যাইবো।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হা হা সুন্দর বলেছেন ভাই। সুখী মানুষের চিন্তা নাই। খাই দাই ঘুরে বেড়াই।