নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

পৌষ মাস / সর্বনাশ...

০৭ ই জুন, ২০১৬ রাত ১১:৫১

স্বরাষ্ট্র মন্ত্রীর বিফলতাই কিন্তু পরিবার পরিকল্পনা মন্ত্রীর সফলতা। বুঝলেন না!
খুনখারাবি যদি এমন ডেইলিই হইতে থাকে, জনসংখ্যা বৃদ্ধি হওয়ার উপায় আছে তখন?

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৬ রাত ২:৪৭

রাতমজুর বলেছেন: কেমন আছেন ভাই? পোলা আর ভাবী?
পোস্ট দিলেন জোকস স্টাইলে, তবে যা বুঝাইলেন তা বুঝোনের ক্ষমতা কি রাম পাঁঠা মন্ত্রীর আছে?

০৮ ই জুন, ২০১৬ সকাল ৮:০৫

সুখী মানুষ বলেছেন: আরে! আপনি এখনো আসেন ব্লগে! হ্যাঁ সবাই ভালো আছে ভাই। jahangir arun নাম দিয়ে ফেবুতে সার্চ দিয়ে এড মারেন আমারে...

২| ০৮ ই জুন, ২০১৬ সকাল ১১:৫১

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ভালো বলছেন। তবে এইটা কেবল ফেবু স্ট্যাটাস হিসেবেই মানায়। ব্লগ পোস্ট হিসেবে না।

০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

সুখী মানুষ বলেছেন: হুম একমত।
ফেবুতে দেওয়ার পর ভাবলাম, বিনোদনটা ব্লগের বন্ধুদের সাথেও শেয়ার করি, তাই...।
ব্লগের নিয়াম ভাঙ্গি নাই তো আবার!

৩| ০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: না, নিয়ম ভাঙ্গার কি আছে এতে? কিন্তু আপনে এতদিনের পুরান ব্লগার, আপনারে দেইখাই তো আমরা ব্লগপোস্ট কেমন হইতে পারে সেইটা শিখবো। তাই কইলাম আরকি

০৯ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৬

সুখী মানুষ বলেছেন: আমি অত সিরিয়াস টাইপ লেখন না ভাই। অনেকটা নজরুল ভক্ত বলতে পারেন "আমি তাই করি ভাই / যখন চাহে এ মন যা"। ব্লগে যে সব গুছানো টপিকওয়ালা লেখাই যে থাকবে তার কোন মানে দেখি না। ছোট কথায় টুইট করতে পারলে, ব্লগ করতে পারোব না কেন? মনের কথাগুলা লেখার জায়গাইতো ব্লগ, নাকি? এইখানে আবার নিয়ম কী! মনের কথা কোন নিয়ম মানে???

৪| ০৯ ই জুন, ২০১৬ রাত ১:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: দেখতে আসছিলাম সুখী মানুষেরা কেমন আছে । দেখলাম কারো পৌষমাস কারো সর্বনাশ। সূখী মানুষের দশাটা কি বুঝলাম না ।

তবে কামনা করি যাবত জীবন সূখে থাকুন ।

০৯ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৪

সুখী মানুষ বলেছেন: নিজে সুখে আছি আলী ভাই। দেশে এত এত খুন খারাবি দেখে সামগ্রিকভাবে সুখে নাই :( । নিজে একটু কষ্টে থেকে হলেও দেশটা যেন অনেক সুখে থাকে, এই কামনা করি।

৫| ০৯ ই জুন, ২০১৬ রাত ৩:১২

রাতমজুর বলেছেন: আপনি আমার ফেসবুক লিস্টে আছেন, আমিও আপনের লিস্টে আছি ;)

০৯ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৩

সুখী মানুষ বলেছেন: কিন্তু ফেবু একটা পন্ডিতি করে। কম লাইক, কমেন্ট হওয়া কন্টাক্টগুলাকে টাইমলাইনে শো করে না! :(
আপনারে খোঁজে পাই না।

৬| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:৪৮

বিজন রয় বলেছেন: হা হা হা হা ..............

.................... হা হা হা হা

দারুন মজা পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.