![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বেহেস্তের লোভে এরা চাপাতি দিয়া মানুষ কোপায়। অথচ বেকুবের দল এইটা বুঝে না, বেহেস্তের মত সুন্দর, পরিষ্কার জায়গায় কি রক্ত হাতের নোংড়া খুনি এলাও হবে?
লোভ খারাপ, হোক সে বেহেস্তে যাবার লোভ। কারন লোভে পড়লে বিবেক কাজ করে না। খুন করতে বিবেকে বাজে না। খুনিদেরকে সাপোর্ট করতে বিবেকে বাজে না। অথচ মানুষকে, জীবকে ভালোবেসে যে দুনিয়াতেই বেহেস্তি সুখ পাওয়া যায় তা বিশ্বাস করে না। এরা বিবেক বিক্রি করে বসে আছে মরার পরে বেহেস্তের লোভে।
উপরওয়ালা নিশ্চয়ই লোভি, খুনিদের দিয়ে তার বেহেস্ত কলুষিত করবেন না।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:১২
রায়হানুল এফ রাজ বলেছেন: উপরওয়ালা নিশ্চয়ই লোভি, খুনিদের দিয়ে তার বেহেস্ত কলুষিত করবেন না।
---অবশ্যই।