![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
একজন নারী ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাইছে। প্রোফাইলে শুধু বাম চোখে'র ছবি। ডিটেইলে ক্লিক করলাম। ভয়ে আঁৎকাইয়া উঠলাম, সত্যি! এই নারীর টাইটেল পিকচারে জঙ্গি নিবরাশের ছবি। আই এসের পোশাকে বন্দুক ধইরা হাসি মুখে দাঁড়ায়ে আছে। শুধু তাই না, পিকচারটা এডিট করা। পিকচারের বাকী অংশে নিবরাশের আরো দুইটা ছবি এডিট করে বসানো।
তার টাইম লাইনে দেখি কোন কিছু নাই। পরে দেখি কমন ফ্রেন্ড হিসাবে একজন আছেন। ভদ্রলোকের সাথে কক্সবাজার যাবার সময় প্লেনে পরিচয়। গতদিন অনেক্ষণ কথা বললাম। ভদ্রলোক মারাত্মক পরহেজগার। বললেন ভদ্রমহিলা তার স্ত্রী। ভুলে উনার টাইটেল পিকচারে জঙ্গি নিবরাশের ছবি সেট হয়ে গেছে। যুক্তিটা মানতে পারলাম না।
মনে কেবলই ঘুরপাক খাচ্ছে, পশু জবাই করা আমাদের একটা উৎসব। মানুষ জবাই করে যারা এমন করে উৎসব করলো, তাদের ছবি কিভাবে একটা মেয়ে টাইটেল পিকচার দেয় ফেসবুকে! জবাই হওয়াদের মধ্যে একজনতো সাত মাসের অন্তঃসত্বাও ছিলেন!
নিজের সন্তান, ভাই, বোন, আত্মীয়দেরই যেখানে এখন বিশ্বাস করা যাচ্ছে না। সেখানে ফেসবুক বন্ধুদেরকে বিশ্বাস করারতো কোন প্রশ্নই আসে না!
- যারা মানুষ খুন করা, হাত, পা, রগ, গলা কাটায় বিশ্বাস করেন, তারা আমাকে আনফ্রেন্ড / আনফলো করে দেন প্লিজ। মানুষকে ভালোবাসতে গেলে কোন বই পড়তে হয় না। শুধু আত্মাভরা ভালোবাসা থাকলেই হয়। যে ভালোবাসা'র জোরে বলা যায় ...
- জীবে প্রেম করে যেইজন / সেইজন সেবিছে ঈশ্বর।
- সবার উপরে মানুষ সত্য / তাহার উপরে নাই...
২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৬
স্পর্শহীন কিছুদিন বলেছেন: জঙ্গিদের জন্য মেয়েরা ক্র্যাশও খাইতেছে। শালার কপাল!! কোন জামানায় অাছি?
ভাই ক্র্যাশ খায় ক্যামনে?
৩| ১৪ ই জুলাই, ২০১৬ ভোর ৫:২৬
ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: জীবে প্রেম করে যেইজন / সেইজন সেবিছে ঈশ্বর - এটাই চির সত্য।
স্পর্শহীন কিছুদিন বলেছেন: জঙ্গিদের জন্য মেয়েরা ক্র্যাশও খাইতেছে। শালার কপাল!! কোন জামানায় অাছি? ভাই ক্র্যাশ খায় ক্যামনে? ক্র্যাশ খাওয়ার পর আপনার প্রোফাইল পিক-এর মতো হয় সবার অবস্থা আপনারতো জানার কথা।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: ওদের যে কবে শুভ বুদ্ধি উদয় হবে......
কে জানে???