![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
উফফফফ মুক্তি! আহা...
পোলও কোর্মা টাইপ ভালো ভালো খাবার পেটা যাবার পর মাঝে মাঝে পেট গরম হয়ে যায়। এই পেট ক্লিয়ার হইলে যেমন শান্তি লাগে। ঠিক এমনই শান্তি পাইতেছিরে ভাই। লোভে পইরা একজন জ্ঞানী মানুষরে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাইছিলাম। টুকটাক কথায় বার্তায় এমন অপমান করলো! কম জানি বলে ইংরেজীতে টুকটাক গালিগালাজও করলো। আবার কম জানি স্বীকার করায় বললো এইটা নাকি হীনমন্যতা, ডাক্তার যেন দেখাই।
সাহস কইরা আনফ্রেন্ড কইরা দিসি। দুঃখ দুঃখ একটা মেসেজও দিসি। বলছি "ভাই আমার মত ষ্টুপিড আপনার ফ্রেন্ডলিষ্টে বড়ই বেমানান"। আনফ্রেন্ড এ টোকা দেওয়ার পর থেকে কীইইই যে শান্তিইইই লাগতেছে! আহারে...। পেট ক্লিয়ার হওয়ার শান্তি।
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২১
সুখী মানুষ বলেছেন: কাবিল ভাই, আপনি খোঁজ নিবেন আর ভালো আছি বলবো না, তা কি হয়! সুখে আছি ভাই, আলহামদুলিল্লাহ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪২
কাবিল বলেছেন: এ কেমন গুনি মানুষ যে মানুষকে সন্মান দিতে জানে না।
যাউজ্ঞা,
আছেন কেমন?
প্রিয় কেমন আছে?