![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
যে পারে সে এমনিই পারে। বিএনপি পারতেছে না।
দেশের এমন পরিস্থিতি, এরা আছে ইলেকশন নিয়া। কেনরে ভাই, তাদের কি কোন নেতা কর্মী নাই? তাদের নেতা কর্মীদেরকে অর্ডার দিতে পারে না
১) যাও মার্কেট গুলার সামনে দাঁড়ায়ে সিকিউরিটি দাও
২) যাও শিক্ষাপ্রতিষ্ঠানগুলার সামনে দাঁড়ায়ে সিকিউরিটি দাও
৩) যে যেখানে আছো দেশের মানুষের মনে সাহস দাও, যে ষোলো কোটি মানুষের দেশে জঙ্গিরে মানুষের ভীড়ে ফালায়া চ্যাপ্টায়ে ফেলবো।
দেশের হয়ে কাজও করা হবে। মিডিয়া কভারেজও পাবে। ইলেকশনের দাবি জনগণই তুলবে। অথচ এইসব করতেছে না। তাদের গায়ে জামাত আর হেফাজতের যে নোংড়া লেগে আছে, তাও পরিষ্কার করতেছে না।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এক জননী শেখ হাসিনা ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের জন্য আর কেউ নাই, কোথাও কেউ নাই!
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৬ রাত ২:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য । অবস্থাদৃস্টে তো তাই মনে হচ্ছে , উনারাতো জাতীয় ঐক্যের জন্য মাত্র একজনকেই ডাকতেছে !!!