![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
- ভাই কেমন আছেন?
- জ্বী ভালো।
- বাসার সবাই ভালো?
..
..
- জ্বী ভালো, কিছু বলবেন?
- ব্যস্ত নাকি?
- খুব বেশী ব্যস্ত না, তবে এর চাইতে কম ব্যস্তা সাধারণত থাকা হয় না, কি বলবেন বলেন।
- নাহ থাক পরে ফোন দিবো নে।
- আরে ভই চট করে বলে ফেলেন তো, কাজের কথা বলতে টাইম লাগে না। এতক্ষণে বলে ফেলতে পারতেন
- নাহ থাক পরে ফোন দিবো।
এমন আকাজের ফোন প্রায়ই পাই। এবং আতঙ্কে থাকি, কখন আবার ব্যস্ততার সময় কল দিয়ে বসবে। পরের কথা নাইবা বললাম, ঘরের মানুষই বলেন, আমার নাকি ব্যবহার খারাপ। কতক্ষণ ভালো ব্যবহার করে থাকা যায়? কতক্ষণ!
২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:১০
সুখী মানুষ বলেছেন: এইটা আমার দোষ। এই দোষ কাটায়ে উঠার চেষ্টায় আছি। ক্ষমাপ্রার্থী আপনার কাছে, সবার কাছে ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৬ রাত ৩:৫১
বিলুনী বলেছেন: ভাল আছি ভাই । কেমন আছেন বলে প্রশ্র রাখছেন উত্তরটাতো দিলাম । আপনারেও একটা কথা জিগাই কথা হলো আপনে এত কিপটা কেন ? আষ্ট বছরে মন্তব্য পাইছেন ৮ হাজারের বেশী , আর নীজে মন্তব্য করছেন ৪ হাজার । কিছু মনে করবেনা মনে হল তাই বললাম ।