![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
প্রিয়'রে শিখাইতেছি
- টুনটুনি, আমি যদি তোমারে জিজ্ঞাসা করি, আমারে ভয় পাও? তুমি বলবা, হ্যাঁ। ঠিক আছে?
বাধ্য ছেলের মত ঘাড় কাত করে প্রিয় বললো
- আত্তা (আচ্ছা)
কণ্ঠে রাগ নিয়া জিজ্ঞাসা করলাম
- প্রিয়, তুমি আমারে ভয় পাও?
ড্যাম কেয়ার একটা ভাব দেখায়ে, ভ্রু কুঁচকায়ে, ঠোঁট বাঁকা করে প্রিয় তাচ্ছিল্য ভরে ছোট্ট করে বললো
- নাহ্
বলে হাটতে হাটতে চলে গেলো। কোন মানে হয়?
ভাবতেছিলাম, প্রিয়'রে দিয়া আশেপাশে'র মানুষরে বুঝাবো যেন আমারে ভয় পায়। যেন আমারে একটু সমীহ করে। কিন্তু ভাবনার গুড়ে বালি।
©somewhere in net ltd.