![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
তাহাররুশ সম্পর্কে কেউ কিছু জানেন? মিশরে নারীদেরকে __নির্যাতনের একটা খেলা'র নাম তাহাররুশ। হাজার হাজার ধর্ষক রাজপথে একত্রিত হয়ে এই খেলা খেলে। তাদের হাতে থাকে ধারালো অস্র থেকে শুরু করে আরো অনেক নির্যাতনের হাতিয়ার। ভীরের মধ্যে কোন একটা নারীকে আলাদা করে ফেলা হয়। আর প্রতিযোগীরা তার উপর চালায় যত রকম খুশি অত্যাচার। সর্বোচ্চ অত্যাচারকারী হয় প্রথম।
কেন এই প্রতিযোগীতা?
- বুঝানোর জন্য, নারীরা যেন ঘরে বন্দী থাকে
- বুঝানোর জন্য, পুরুষ যা বলবে, নারী যেন তাই করে
- বুঝানোর জন্য ...
কে বলে বাংলাদেশ খারাপ?
- এই জনপথে ধর্ষণের প্রতিযোগীতামূলক খেলা হবেতো দূরের কথা, ধর্ষককে তার মা বাবাও সন্তান হিসাবে পরিচয় দিতে লজ্জা পায়।
- এই দেশের কথাশিল্পী লেখেন, এই বাংলার ঘরে ঘরে এত মা বোনের স্নেহ, সাধ্য কী তার পাশ কাঁটিয়ে যাই।
আমি বাঙ্গালী হিসাবে গর্বিত,
আমি বাংলা মায়ের ছেলে
বাংলার মাটিতে মিশে গেছে মোর মা।
লিংক: Click This Link
https://www.youtube.com/watch?v=cl1INEBBCgg
২| ৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৩
নির্ঝরের_স্বপ্ন বলেছেন: যে মিশরে জয়নব আল গাজালীর মত মহিয়সী নারীর সংগ্রামের ইতিহাস সারা পৃথিবীর নারীদেরকে পথ দেখায়, যে দেশে আসমা বেলতাগির মত টিনেজ তরুণী অন্যায়ের প্রতিবাদে ট্যাংকের নিচে বুক পেতে দেয়, সে দেশে ফেরাউনের বংশধরেরা এরকম তাণ্ডব চালাবে - এ আর আশ্চর্য কি?
মিশর এমন দেশ যা ইসলামের নাম গন্ধও সহ্য করতে পারেনা। তাই ৬৫% ভোট পেয়ে নির্বাচিত ইসলামী সরকার ১ বছরও টিকে থাকতে পারেনা। সেখানে এর চেয়েও খারাপ কিছু ঘটা বিচিত্র নয়। তবে এজন্য ইসলাম বা মুসলিম জাতির প্রতি দোষারোপ করা স্পষ্ট নির্বুদ্ধিতা।
০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৫
সুখী মানুষ বলেছেন: মুসলিম জাতি'র উপর দোষ না ভাই, ঘটনাটা যদি সত্যি হয়, তবে ঐ এলাকা'র মানুষের দোষ। যদি মিথ্যা হয়, তো ভালো।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৫
আমি দুরের পাখি বলেছেন: লেখকের দেয়া উইকিপিডিয়ার লিংক থেকেই এটা পরিষ্কার যে :
প্রথমত তাহাররুশ কোনো খেলা নয় | এটা হলো গণধর্ষণ যা অতি সাধারণ ব্যাপার | প্রতিটা দেশেই এটা আছে | বাংলাদেশেও আছে | এই বিষয়ে এই লিঙ্কটা দেখলেই বুঝা যাবে : বাংলাদেশে গণধর্ষণ গুগল সার্চ
০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৮
সুখী মানুষ বলেছেন: বাংলাদেশে দুই একবার যা পহেলা বৈশাখে হয়েছে, তার প্রতিবাদ দেশজুড়ে হয়েছে। এর চাইতেও জঘন্য মনে হইলো তাহাররুশকে।
৪| ৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫০
আমি দুরের পাখি বলেছেন: বাংলাদেশের যৌনব্যবসার রমরমার ওপরে লেখা একটা পোস্ট দেখলে লেখকের নিজের দেশ সম্বন্ধে ধারণা আরো পরিষ্কার হবে
অনলাইন যৌন ব্যবসার রমরমা
এতে বাংলাদেশের যৌনকর্মীরা ও তাদের হাত কতটা লম্বা ,এইসব আলোচিত হয়েছে | সুখী মানুষের জ্ঞানবৃদ্ধির জন্য দুরের পাখি কর্তৃক প্রদত্ত |
০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৫
সুখী মানুষ বলেছেন: সর্বনাশ! বাংলাদেশে এমন ওপেনলি ফোন নম্বর দিয়ে এই ব্যবসা?
৫| ৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৪
মনজুরুল হাসান বলেছেন: পয়লা বৈশাখে যে যৌন হয়রানি হইছিলো ঢাবি ক্যাম্পাসে , তার থিকা তো আলাদা কিছুই মনে হইতেছে না !
০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৭
সুখী মানুষ বলেছেন: আমি ডিটেইল জানি না, তবে রেফারেন্সগুলা পড়ে মনে হইলো, বিষয়টা আরো বেশী ভয়াবহ।
৬| ৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৩
সাদা মনের মানুষ বলেছেন: কন কি! কতা হাছানি!!
০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৯
সুখী মানুষ বলেছেন: গুগুল করে ডিটেল দেখেন তো মিঞা ভাই। মিছাও হইতে পারে, রেফারেন্স থাকলে দিয়েন...।
৭| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:০৮
কালীদাস বলেছেন: আপনি ইদানিং অনেক কমেন্টের রিপ্লাই স্কিপ করে যান দেখেছি। আমারটা দেখবেন কিনা জানিনা, তবুও বলি- আপনার লেখাটা দেখে প্রেজেন্ট টেন্স, রেগুলার বেসিসে হয় মনে হচ্ছে। বাস্তবে এটা একটা স্পেসিফিক ঘটনা যেটা একবারই হয়েছিল তাহরীর স্কয়ারে। অবশ্যই নোংরা একটা ঘটনা ছিল ঐটা এবং বিচার হচ্ছে কিনা শিওর না।
০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১২
সুখী মানুষ বলেছেন: কালীদাস ভাই, আমি সাথে সাথে হয়ত উত্তর দিতে পারিনা, কিন্তু পরে উত্তর দেবার চেষ্টা করি।
লেখাটা'র একটা জায়গায় ছিলো "and by 2012 sexual assault by crowds of young men was regularly seen at protests and religious festivals in Egypt" তাই মনে হইলো, বিষয়টা রেগুলার ঘটনা হয়ে গেছে। যদি না হয়, তবে তা মানবতার জন্য ভালো।
দেরীতে উত্তর দেওয়ার জন্য দু:খিত।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৭
বাকশিয়াল বলেছেন: ফাউল