![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
শান্তিতে নোবেলে'র ইজ্জত যদি রাখতে চায়, নোবেল কমিটি অবশ্যই এদের প্রাইস ফেরত নেওয়া উচিৎ। মায়ানমার তাদের জনগণকে কচুকাটা করবে, বাকীরা ভেসে এসে অন্য দেশে আশ্রয় চাবে, এইটা সমাধান না। এদের ভিতরের সমস্যা এরাই মানবিক পদ্ধতিতে সমাধান করবে, এইটাই কাম্য। বাংলাদেশ ঘনবসতিতম দেশ। বোঝাই নৌকায় ডিমের ভার নেয়'না। আমরা পারবো না, তাদের এই জনগোষ্ঠিকে ঠাঁই দিতে। আমার জলেই টলমল করে আঁখি / তোমার চোখের অশ্রু কোথায় রাখি।
২| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: নতুন করে রোহিঙ্গা ইস্যুতে স্বল্প কথায় এর চাইতে ভালো কোন লেখা আমার চোখে পড়েনি। অনেক অনেক ধন্যবাদ ভাই।
লক্ষ্য করে দেখুন "শান্তির মা-বাপ" দুজনেই যেনো কিছু হয়ইনি সেই ভাব ধরে আছেন।
২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:২৫
সুখী মানুষ বলেছেন: ভাই বুঝাই যাচ্ছে মেরে, ভাগিয়ে যেভাবেই হোক মায়ানমার রোহিঙ্গামুক্ত হতে চাচ্ছে। অনেকটা প্রচ্ছন্নভাবে বাংলাদেশও হিন্দুমুক্ত হতে চাচ্ছে। আর এতেই মুক্তি মিলছেনা মানবতার। মানুষ বড় অমানুষ ভাই...
৩| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬
ধ্রুবক আলো বলেছেন: নোবেল টা ফিরিয়ে নিয়ে থু থু ছিটিয়ে দেয়া উচিত।
৪| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪০
চাঁদগাজী বলেছেন:
পুরো বাংলাদেশটা আপনাকে দিয়ে দিলে আপনি আরও "সুখী" হয়ে যাবেন আজকেই
২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:২৮
সুখী মানুষ বলেছেন: কোথাও কি এমন কথা বলা হয়েছে!
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৫
বিজন রয় বলেছেন: রাজনীতি।
খুব খারাপ।