![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
চার ধরণের লোকের এই মুহূর্তে বাংলাদেশের খুব দরকার
- স্বপ্ন দেখার
- স্বপ্ন দেখকের গুরুত্ব বুঝতে পেরে, তাকে দাম দিয়ে অর্থ বিনিয়োগকারী
- অর্থের বিনিময়ে স্বপ্ন বাস্তবায়নের ফিল্ড তৈরী করার মত গুড ম্যানেজার
- নিষ্ঠাবান কর্মী
কথা হইলো,
- কর্মীর অভাব বাংলাদেশে নাই। প্রাপ্য সম্মান ও চাকরীর নিরাপত্তা পেলে বেশীরভাগ কর্মীই নিষ্ঠাবান হয়।
- গুড ম্যানেজারের আমাদের অভাব নাই। এরা স্বপ্ন দেখে এবং অর্থ বিনিয়োগ করে এমন যোগ্য সমন্বয়ের সন্ধান পাচ্ছেনা।
- স্বপ্ন দেখকরে বুঝতে পেরে, গুরুত্ব দিয়ে অর্থ বিনিয়োগ করবে এমন লোকের বড় অভাব। এই অভাগা দেশে টাকা হইলে মানুষ হনু হয়ে যায়। দুনিয়ার সবাইরে তখন চাকর মনে করে, আর ভাবে, কী হনুরে!
- স্বপ্ন দেখা মানুষেরও অভাব নাই। তাদেরকেই একটা জাতি'র সবচেয়ে বেশী দরকার। আর এই দরকারী মানুষগুলাই বড় অযত্নে, বড় অবহেলায়, বড় অসম্মানে বেঁচে আছে এই অভাগা দেশে।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৪
রায়হানুল এফ রাজ বলেছেন: জটিল একটা বিষয়ের অবতারণা করেছেন।