![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ডুব অনেকটা ডকুমেন্টারী টাইপ। সমস্যা হইলো, অভিনয়'তো আর বাস্তবকে ছাড়ায়ে যায় না। বাস্তবেই যেখানে হুমায়ূন আহমদের মৃত্যুর পর শীলা আহমেদকে টিভিতে কান্না করতে দেখলাম। তিশা আর কতটা কাছাকাছি কান্না করতে পারবে? হুমায়ূন আহমেদ সম্পর্কে যা জানি, যা দেখেছি, তার বেশী'তো কিছু দেখান নাই ডুব এ! নূহাশ পল্লী'কে নাম বদলে করলো নয়ন তারা। ডকুমেন্টারী হইলে অবশ্য নামগুলা বদলে দিতো না। এই অর্থে এইটা ডকুমেন্টারীও না। সময় এবং টাকা দুইটাই যাদের অপচয় করার সখ, তারা ডুব দেখে আসতে পারেন। I want my money back বলার কোন সুযোগ থাকলে, আমি অবশ্যই বলাতম, প্লিজ টাকা ফেরত দেন, সময়ের মূল্য দিতে পারবেন না বলে, চাইলাম না।
জানা কৌতুক শুনতে এমনিতেই বিরক্ত লাগে, আর তা যদি বাজে উপস্থাপনায় হয়!
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডুব নিয়ে ডুবে থাকলে হবে?
আর কত ডুবাবো নিজেকে?