![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
"না পারি"কে নারি বলে। যেমন - যারে দেখতে নারি, তার চলন বাঁকা।
অতএব পরের বার মেয়েদেরকে বুঝাতে যে শব্দ, অর্থাৎ নারী, তা লেখতে ভুল করবেন না। কারন নারীরা সব পারে, তারা নারি না। নারীর কোলে বড় হয়েছি, আমৃত্যু নারীর বুকে থেকে মরতে চাই ভালোবাসায়। জয়তু নারী।
(উত্তরের আশায় কাউকে মন্তব্য না-করতে অনুরোধ করছি)
০৯ ই মার্চ, ২০১৯ রাত ১১:১০
সুখী মানুষ বলেছেন: ভাই তর্কে গেলে আপনি জিতবেন। যেমন যদি বলেন - নারী কি বাবা হয়ে দেখাতে পারবে? আপাতত অবশ্যই উত্তর হচ্ছে - না, পারবে না। কিন্তু, কাজ কর্ম, দায়িত্ব এইসব যদি বলেন, নারী পারে না এমন কিছুই নাই। তারা সব পারে।
২| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২০
রাজীব নুর বলেছেন: উত্তরের দরকার নাই।
০৯ ই মার্চ, ২০১৯ রাত ১১:১২
সুখী মানুষ বলেছেন: ভাই মন্তব্যের উত্তর দেই না বলে, নব্য ব্লগাররা নোংড়ামির চূড়ান্ত করে গালি দেয়।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মন্তব্যের উত্তর দেওয়া মনে হয় ব্লগিং করার পূর্বশর্ত। সামুতে যে আগে মন্তব্যের রিপ্লই সিস্টেম ছিলো না, তখন তাহলে কী ছিলো সিস্টেম?
৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৪
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
প্রিয় কেমন আছে?
ব্লগ মুক্ত, নতুন পোস্ট দিন।
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৬
সুখী মানুষ বলেছেন: বিজন দা, ব্লগ মুক্ত হবার পর লেখবো ভাবার পরে প্রথমেই যার নাম মাথায় এসেছিলো, সেই নাম আপনার নাম। আমরা ভালো আছি দাদা। প্রিয় স্কুলে পড়ে এখন, অনেক পন্ডিত হয়েছে। আপনার খবর কী বলেন।
৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১০
ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: আমার উত্তর দরকার নাই
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫৪
মাহমুদুর রহমান বলেছেন: আপনার মতামতের সঙ্গে আমি একমত না।তবে আমি তর্কে যাব না।