![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বাসায় গ্যাসের প্রিপেইড মিটার লাগিয়ে দুয়ে গেলো। পার ইউনিট দাম কত, কিছুই জামি না। কেউ জানেন প্লিজ?
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৭
সুখী মানুষ বলেছেন: আমিও জানলে আপনাকে জানাবো ভাই। আমার ফেসবুক আইডি ডিজেবল করে দিলো ফেসবুক। নতুন একটা করলাম, এইটাও ব্লক করে রাখলো। এখন আমার সামু ছাড়া গতি নাই, মত প্রকাশের জন্য।
২| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৭
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: আমার বাসায় তো কোনো মিটার নেই। বাড়িওয়ালা প্রতিমাসে গ্যাস বাবদ ৯৭৫ টাকা নেয়। নতুন বাসা নিছি। গ্যাসের দামটা খুব বাড়তি মনে হচ্ছে।
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৮
সুখী মানুষ বলেছেন: আমার বাসায়ও একই পরিমান নেয় ভাই।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪০
অব্যর্থ বলেছেন: তিতাসের কল সেন্টার 16496 নাম্বারে কল করে জিজ্ঞেস করেন।
ওবাইদুল্লাহ ওবাইদ আপনার বাড়ীওয়ালা গ্যাস বিল বেশি নিচ্ছে না। দুই চুলার জন্য সরকার কর্তৃক নির্ধারিত গ্যাস বিল ৯৭৫ টাকা এ বছরের জুলাই মাস থেকে কার্যকর করা হয়েছে।
https://www.dhakatribune.com/bangladesh/power-energy/2019/06/30/gas-prices-hiked
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬
সুখী মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০২
খেয়া ঘাট বলেছেন: আপনাকে ফেসবুকে দেখিনা কেন?? প্রিয় ভালো আছে???
২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৫
সুখী মানুষ বলেছেন: ফেসবুক আমার ১১ বছরের আইডিটা ডিজেবল করে দিলো
নতুন আইডি: https://www.fb.com/thejahangirarun
জ্বী ভালো আছি আমরা। আপনার ভালোবাসা আমাকে মুগ্ধ, পুলকিত ও ঋণী করেছে। কৃতজ্ঞতা।
৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৩
খেয়া ঘাট বলেছেন: হায় আল্লাহ!!
আমি আবার মনে করেছিলাম- আমাকে কি কোনো কারণে ব্লক করে রেখেছেন।
এরপর আমার আরেকটি ফেসবুক আইডি আছে- অন্য নামে। যেটা থেকে আমি বাংলাদেশের সব বুদ্ধিজীবিদের তীর্যক কমেন্ট করি এবং উনারা অনেকেই সেই আইডিটিকে ব্লক করে রেখেছেন। ঐ আইডি থেকেও আপনার নামে সার্চ দিয়ে পেলাম না।
তারপর মনে করলাম- হয়তো আপনি আইডি ডিএক্টিভেট করে রেখেছেন।
বেশ কয়েকমাসে আগে আইসিসি'র কি একটা কম্প্লেইনের কারণে আমাকেও প্রায় দুমাস কোনো পোস্ট , কমেন্ট করতে দেইনি।
আমি ফেসবুককে জানানোর পর- ফেসবুক জানালো- আমাকে আইসিসির সাথে যোগাযোগ করে তা মীমাংসা করে নিতে।
কিন্তু আমি নিজেও জানিনা ক্রিকেট নিয়ে কবে কোথায় কী লিখেছিলাম। কেনইবা ওদের অভিযোগ।
খুব খারাপ লাগছে- দশ বছরের আইডি ডিজেবলড। সেখানে কত লেখা, কত ছবি, কত স্মৃতি।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৮
সুখী মানুষ বলেছেন:
৬| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৬
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
দু - একটি নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: না জানি না।
তিতাসে যান অথবা ফোণ করে খবর নিন।
অথবা আমি জেনে আপনাকে জানাবো।