নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চাওয়াতে আনন্দ......

শুকনা মরিচ

আমার এই পথ চাওয়াতে আনন্দ......

শুকনা মরিচ › বিস্তারিত পোস্টঃ

আমি এখন আমার মা !!

২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

একদম বাংলাদেশের মতো বৃষ্টি হচ্ছে !! চারিদিকে কি সুন্দর একটা বৃষ্টি পড়ার শব্দ । গমগম করে মেঘ ডাকছে । ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম । তখন আম্মার কথা মনে পড়ছিল । বৃষ্টির দিনে আম্মা আমাদের দুই বোনের জন্য দুইটা ছাতা নিয়ে স্কুলের গেটের কাছে দাঁড়ায় থাকতো । কড়া নজর থাকতো - আমরা যেন না ভিজি ।অন্য বন্ধুরা যখন বৃষ্টির মধ্যে হুড়োহুড়ি করছে - আমরা তখন করুণ চোখে ওদের দেখতাম । আর ভাবতাম আম্মা কেন একটু দেরীতে আসেনা কিংবা ছাতা আনতে ভুলে যায়না ? তারপরও ভাব দেখাতাম বাতাসের চোটে ছাতা নড়ে যাচ্ছে - এই অজুহাতে স্কুলের ড্রেস টা একটু ভিজায় নিতাম !!



আজকে যখন আরদি কে আনতে গেসি - ওর বন্ধুরা দেখলাম কি মজা করে পানির মধ্যে জুতা ভিজাচ্ছে , লাফালাফি করছে , ধাক্কাধাক্কি করছে । আরদি আমার দিকে তাকায় আছে । আমি বললাম - ভিজবি ? আরদি বলে - আমার নতুন জুতা ভিজে গেলে - তুমি বকবা আমাকে ? আমি বললাম - না বকবোনা ।তোর ইচ্ছে হলে যা ভিজতে যা । ছেলে আমার ছাতাটা আমাকে ফেরত দিয়ে এমন জোরে দৌড় দিলো পানির মধ্যে ।



আমি তখন চোখের পানি লুকাতে ব্যস্ত । বন্ধ করতে পারছি না - কোথা থেকে যে এতো পানি আসে ? নাকি মা'দের চোখে আল্লাহ একটা গুপ্ত ফোয়ারা দিয়ে রেখেছে !!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

ঝুমকু বলেছেন: কি বলব বলার কিছু নাই
যাকে খুব ভালোবাসা যায় তার সবকিছুতেই বুঝি চোখে জল আসে ।
আর মায়ের ভালোবাসাতো........

২| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৩

শুকনা মরিচ বলেছেন: সত্যি তাই । ধন্যবাদ ঝুমকু !!

৩| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

হাসান মাহবুব বলেছেন: এইসব কোমল অনুভূতিই তো বেঁচে থাকার রসদ। ভালো লাগলো। ভালো থাকুন।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫

শুকনা মরিচ বলেছেন: আর বাইরে থাকি বলে মনটা আরও বেশী দুর্বল থাকে মনে হয় । ছোট ছোট বিষয় গুলো এতো নাড়া দেয় । ধন্যবাদ হাসান মাহবুব !!

৪| ২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫২

কালের সময় বলেছেন: :| :|

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৭

শুকনা মরিচ বলেছেন: :)

৫| ২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:১৭

আবদুর রহমান (রোমাস) বলেছেন: জলিফা সামুতে ফিরলা.. তা্ও আবার এমন লেখা.. আবেগআপ্লুত হইলাম! স্কুল জীবনের কতকথা মনে পড়ে গেল....!

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৬

শুকনা মরিচ বলেছেন: নারে ভাই । সেদিন এতো বেশী মন খারাপ হচ্ছিলো । অনেকক্ষণ গুমোট ধরে ছিল মনটা । তখন সামু তে ছিলাম । তাই :( সামু তে মাঝে মধ্যে ঢুকে লেখা পড়ি - তখন ভালো লাগে ।

৬| ২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৪০

লিখেছেন বলেছেন: nice

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৮

শুকনা মরিচ বলেছেন: ধন্যবাদ । আমি অনেকক্ষণ আপনার নিকটা খুঁজে পাচ্ছিলাম না । :)

৭| ২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৪০

লিখেছেন বলেছেন: nice

১৩ ই জুন, ২০১৫ রাত ৮:২৬

শুকনা মরিচ বলেছেন: ধন্যবাদ :)

৮| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: :-B

১৩ ই জুন, ২০১৫ রাত ৮:২৮

শুকনা মরিচ বলেছেন: :) খুবই সরি - অনিচ্ছাকৃত দেরীতে উত্তর দেয়ার জন্য ।

৯| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: :-B

১০| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.