নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sundor prithibi

ami hasi khusi thakte chai ebong onnoke o hasate chai.

সুমন ২০১২

ami new information jante chai o janate chai.

সুমন ২০১২ › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়ার সংলাপের ইচ্ছে নেই

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৫

এখন এটা স্পষ্টত প্রমাণিত যে, বিরোধী দলীয় নেত্রীর সংলাপে বসার কোন ইচ্ছে নেই। উনি যদি এতদিন সত্যিই মন থেকে সংলাপ চাইতেন তাহলে অবশ্যই রাজি হতেন। তার মানে উনি মন থেকে আলাপ আলোচনা চাননি। শুধুমাত্র জনগনের ‘অ্যাঁই ওয়াশ’ করালেন। যে দাবিটার জন্য এতদিন মিটিং করলেন তার প্রস্তাব পাবার পর আবার কিসের মিটিং দরকার যে ১৮ দলের সাথে বসতে হবে। একজন লিডার এর তো কিছু দায়িত্ব, কিছু সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। দলের জন্য কাপ-পিরিচ কিনতেও যদি মিটিং এ বসতে হয় তাহলে এ লিডারশিপ এর কি মূল্য?

মূল কথা হচ্ছে খালেদা জিয়া ভয় পাচ্ছেন। ওয়ান টু ওয়ান সংলাপে খালেদা কখনো হাসিনার সাথে যুক্তি তর্কে পারবে না। শিক্ষারতো একটা মূল্য আছে। কোথায় এইট পাশ আর কোথায় অনার্স পাশ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫

আখিলিস বলেছেন: আসল কথা হলো খালেদা জিয়ার মনে এই সাহস কিংবা যোগ্যতাই নেই যে শেখ হাসিনার পাশে বসে আলোচনা করে ডিসিশান নেবে - কারণ উনি সবসময়ই জামাত-শিবির এবং তারেকের উপর নির্ভরশীল। আর জামাত বিএনপিকে এমনভাবে গ্রাস করেছে যে বিএনপি এখন পংগু একটি দল। স্বাভাবিকভাবেই শেখ হাসিনার আহ্বানে সাড়া দেয়া খালেদার পক্ষে কঠিন । আর মিথ্যা বলা কিংবা তালবাহানা করা বিএনপি'র বহু পুরানো অভ্যাস; যারা ধর্ম নিয়ে, এমনকি পবিত্র ক্বাবা শরীফের গিলাফ নিয়ে মিথ্যাচার করতে পারে তাদের জন্য এটি নতুন কিছু নয়।

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০১

তাজা কলম বলেছেন: বিএনপি-র ঘাড়ে জামাতি ভূত। জানা গিয়েছে জামাতের চাপে বিএনপি হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারছে না।

কৌশলগত কারণে জামাতের প্রয়োজন নৈরাজ্য, সমঝোতা নয়।

এ বিষয়ে বিএনপি নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩০

অগ্নি সারথি বলেছেন: আসলেই এই মহিলার মাথা খালি।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

তারিন রহমান বলেছেন: মূল কথা হচ্ছে খালেদা জিয়া ভয় পাচ্ছেন। ওয়ান টু ওয়ান সংলাপে খালেদা কখনো হাসিনার সাথে যুক্তি তর্কে পারবে না। শিক্ষারতো একটা মূল্য আছে। কোথায় এইট পাশ আর কোথায় অনার্স পাশ।



:( :( :( ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.