নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোকথা বলতে এসেছি

ভালো

ভালো › বিস্তারিত পোস্টঃ

প্রিয় গান - বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৫

বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি

বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে

তবু যাওয়া হবে না যে কিযে আমি করি..

ও আমার মা, সালাম তোমায়.. .. .



দুরে থাকি তবু মাগো মনে পড়ে তাই

ছাত্রশিবির করি অবসর নাই,



বাড়ি বাড়ি ঘুরি

দাওয়াতি কাজ করি

পথে পথে ঘুরি

দাওয়াতি কাজ করি



আমি মাগো তোমাকে যে যাইনি কো ভুলে



ও আমার মা, সালাম তোমায়



ভুল মাগো ভেঙে গেছে এ যে গুরুভার

গাফলতি হলে মাগো ছাড়বেনা আর



দ্বীনি কাজ আগে-দুনিয়া শেষভাগে

ছাড়বেনা খোদাতায়ালা , জানি কোন ছলে..



ও আমার মা, সালাম তোমায়



পরিশেষে বলি মাগো হয়োনা অধীর

ইসলামী বিপ্লবে হয়েছি নিবির



ভালো আছি আমি- দোয়া করো তুমি

দোয়া করো তুমি -ভালো আছি আমি

যেতে পারি যদি নেতা বাড়ি যেতে বলে



ও আমার মা......











মন্তব্য ৪৩ টি রেটিং +৭/-১৬

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৬

স্নোবল বলেছেন: রাজাকারের পুস্ট। না পইড়া, না দেইখা, চোক মুইন্দা মাইনাচ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৫

ভালো বলেছেন: তবে আপনি কষ্ট পেয়েছেন, সেটা বুঝতে পারছি ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১০

এম.এ.হামিদ বলেছেন: নিজের মার চেয়ে নেতা বড়।

হা হি হী হো

চতুষ্কোনীয় হাসি

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৩

ভালো বলেছেন: ডাক্তার আপনি হযরত মুসায়াব ইবনে উমায়ের রাঃ এর আদর্শ সম্পর্কে কল্পনাও করার ক্ষমতা রাখেন না। মক্কার সবচেয়ে সৌখীন এই মানুষটির সামনে চ্যালেন্জ এসেছিলো মা নাকি ইসলাম- খুনাস বিনতে মালিক নাকি মুহাম্মাদ রাসুলুল্লাহ

মানুষটি কপর্দকহীনভাবে বাকিটা জীবন কাটিয়েছেন । আলহামদুলিল্লাহ আমাদের মায়েরা এ ঘটনা জানেন ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১৩

পুতুল বলেছেন: মায়ের চেয়ে বড় কোন নেতা নেত্রী নাই। এই দুনিয়ায়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৪

ভালো বলেছেন: আনুগত্য করো আল্লাহর, রাসুলের এবং তোমাদের মাঝে দায়িত্বশীলদের (নিসা-৫৯)

আসলে ইসলামী সংগঠনের নেতৃত্বের কনসেপ্ট বুঝতে পারা এই সংগঠনের বাইরে থেকে একটু কঠিন । নির্বাচনের সময় আমাদের একএকেকজন নেতৃত্ব যেভাবে হাউমাউ করে দায়িত্বের ভয়ে কাদতে থাকেন সে দৃশ্য একবার আপনাদের দেখাতে পারলে মনে হয় আপনাদের ধারনা অনেক বদলে যেত ।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১৬

নিলা বলেছেন: ভালো লাগলো

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৭

ভালো বলেছেন: তাহলে প্লাসে একটা ক্লিক তো করেন :)

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৭

সুশীল সমাজ বলেছেন: দুরে থাকি তবু মাগো মনে পড়ে তাই
ছাত্রশিবির করি অবসর নাই,


কতো বড়ো বেকুব।
যা বেটা তোর বালের শিবির ফালাইয়া মা'য়ের মুখে হাসি ফুটিয়ে আয়।
মা'কে সালাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৬

ভালো বলেছেন: ধণ্যবাদ, অবশ্যই যাবো । তবে শিবির ফেলে রেখে নয় । দুটোই ম্যানেজ করবো ইনশাআল্লাহ । আপনি কিভাবে জানবেন এই গানটা আমাকে কিভাবে কাদায় ।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৮

স্নোবল বলেছেন: ভোদাই দ্য গ্রেট

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৩

ভালো বলেছেন: আসলেই /:)/:)
এই সংগঠনের আমার মত হাজার হাজার ছাত্রগুলো । কি আশায়-কিসের মায়ায় তাদের এই ত্যাগ ?

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০৬

ভক্কডা বলেছেন: শালা রামছাগল, ঘাস খা আরো বেশী কইরা

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১১

ভালো বলেছেন: ঠিক আছে ।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১৯

রন্টি চৌধুরী বলেছেন: ভাল লাগার কিচ্ছু নাই, কোরান ও হাদিসে অনেকবার এ কথা এসছে যে, আল্লাহ'র পর যদি কাওকে সম্মান করতে হয় তবে সে সম্মানের দাবীদার জন্মদাতা বাবামা। বলা হয়েছে আমাদের বাবামা যদি কাফীর ও হোন তবুও তাদেরকে তাদের এ হক দিতে হবে। তবে তাদের কেউ যদি আল্লাহ ও তার নির্দশিত পথে যেতে বাধা দেন তবে তা না শুনতে বলা হয়েছে। কিন্তু মার কথা না শুনে নেতার কথা শুনতে বলা হয়েছে এমন কোথ্থাও দেখিনি।
@ ভালো, ভাই, এ ব্যাপারে আমের কথা না শুনলেও সবচেয়ে ভাল হবে আপনি যদি আপনার এলাকার ইসলামীক স্কলারর কাউকে ব্যাপারটা জিগ্গেস করেন। আপনার বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের ভূল হলে তা শুধরানোর রাস্তা আল্লাহ রেখেছেন, তাই প্লিজ একবার যাচাই করুন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:২৮

ভালো বলেছেন: আপনিই তো বললেন ভাইয়া,

তবে তাদের কেউ যদি আল্লাহ ও তার নির্দশিত পথে যেতে বাধা দেন তবে তা না শুনতে বলা হয়েছে।

গানটায় যেভাবে এসেছে শুনতে একটু খারাপ লাগছে । নেতার বলার ব্যাপারটা হচ্ছে ছুটি নেয়ার একটা সিষ্টেম । নিচে লিখেছি এনিয়ে মজনু পাটোয়ারীকে ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩১

ভালো বলেছেন: আর এই গানটা শিবিরের বেশ পুরোনো একটা গান । ওই সময়টা বড় কঠিন ছিলো । ক্যাম্পাসগুলোতে শিবিরকর্মীদের ওপর নির্মম নির্যাতনের খবর ছিলো প্রতিদিনের স্বাভাবিক বিষয় । ক্যাম্পাসগুলোতে থাকতে হতো বাধ্য হয়েই নিজের অধিকার রক্ষার জন্য ।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১১

ভক্কডা বলেছেন: লেখক বলেছেন: আসলেই
এই সংগঠনের আমার মত হাজার হাজার ছাত্রগুলো । কি আশায়-কিসের মায়ায় তাদের এই ত্যাগ ?

@ বেহেস্তে ৭০ হুরী আর শারাবানতহুরা ইত্যাদি ইত্যাদি রামছাগলি আশায় - মায়ায় তোমরা রামছাগলই রয়া গেলা, মানুষ অইলা না। কাজেই ধর্ম তোমাগো লাইগা না। অই জিনিষ মানুষের লাইগা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১৮

ভালো বলেছেন: হতে পারে ।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১৩

আরিফুর রহমান বলেছেন: বোদাই তো অবশ্যই!

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১৩

শফিউল আলম ইমন বলেছেন: ত্যাগ না কি মরা???
মাথায় যদি গোবর ও থাকে সেটা বুঝা সম্ভব...। ওহ্‌ স্যরি, আপনি তো আবার শিবির করেন....people go to 'Shibir' because their mind, brain stolen and poisioned.
শিবিরে গিয়ে নিজের মতামতে কথা কইতে তো পারেন না শিখিয়ে দেয়া বুলি ছাড়েন।
তার মানে নিজস্বতা কিংবা স্বকীয়তা বলে যে একটা জিনিস আছে সেটাও নাই।
শেষ আমারে বাচাওওওও.....

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:২১

ভালো বলেছেন: কিন্তু ভাই, বিশ্বাস করেন শিবির নামের সংগঠনের মধ্যে থেকে অনেক মানসিক প্রশান্তিতে আছি ? কিভাবে বোঝাবো ? বিশ্বাস করেন, সত্য কথা বলছি ।

শিবিরে গিয়ে নিজের মতামতে কথা কইতে তো পারেন না-একথা টা ঠিক নয় । প্রত্যেক কর্মীর পুর্ন স্বাধীনতা আছে মত প্রকাশের । এমনকি কেউ কিছু বলতে না চাইলে তাকে লজ্জা পেতে হয় অন্যদের কাছে ।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১৪

ভক্কডা বলেছেন: যেমতে ঠান্ডা মেজাজে ঠিকাছে কইলা, মনে অয় ক্ষুর রেডী করতাছ রগ কাডনের লিগা!

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:২৬

ভালো বলেছেন: ভয় পাওয়ার কোন কারন নেই । একাজটা আমাদের কেউ কোনদিন করেও নি-করবেও না :)

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১৪

আরিফুর রহমান বলেছেন: কি বালের বিপ্লব করে ভাইঙ্গা কইতে কইলে এইগুলা খাবি খায়!

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:২০

মজনু পাটোয়ারী বলেছেন: ''যেতে পারি যদি নেতা বাড়ি যেতে বলে
"

বাজে কথা

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:২৪

ভালো বলেছেন: ছুটির কথা বলেছি । ছুটি চাওয়ার সিস্টেম আছে আমাদের । ছুটি চাইলে পাওয়া যায়না-এমন ঘটনা খুব কমই আছে ।

শিবির একটি সুশৃঙ্খল সংগঠন-কথাটা হয়তো শুনেছেন অনেকেই ।

গানের লাইন তুলে দিয়েছি বলে আমার নিজের কাছেও ওই লাইনটা কিছুটা বাজে লাগছে । তবে মুল গানটা শোনাতে পারলে হয়তো ভালো হত ।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:২৯

পুতুল বলেছেন: শিবিরের গানে কোন বাদ্যযন্ত্র যেমন হারমোনিয়াম বা তবলা বাজে না কেন? শিবিরের কেউ এসব বাদ্যযন্ত্র বাজাতে পারে না?

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৪৭

ভালো বলেছেন: বাদ্যযন্ত্রসহ গান বাজালে আপনারা আমাদের সাপোর্ট করবেন ?

Click This Link

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৪৪

রন্টি চৌধুরী বলেছেন: দেখেন আপনি নিশ্চয়ই ইসলাসী আদর্শে অনুপ্রানিত হয়ে শিবির করেন, তাই্ আপনার উপর দায়িত্বটা বেশী। আপনাকে খেয়াল রাখতে হবে যাতে ইসলাম নিয়ে কোনপ্রকার বিভ্রান্তি না ছড়ায়, তাই আপনার উচিত সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার করে দেয়া।এই গানটা আমি আবেগিক গান, এবং যেতে পারি যদি নেতা বাড়ি যেতে বলে ও আমার মা......এই লাইন দুটিতে যতনা সমস্যা তার চেয়ে অনেক বেশী সমস্যা এসছে আপনার মন্তব্যে "ডাক্তার আপনি হযরত মুসায়াব ইবনে উমায়ের রাঃ এর আদর্শ সম্পর্কে কল্পনাও করার ক্ষমতা রাখেন না। মক্কার সবচেয়ে সৌখীন এই মানুষটির সামনে চ্যালেন্জ এসেছিলো মা নাকি ইসলাম- খুনাস বিনতে মালিক নাকি মুহাম্মাদ রাসুলুল্লাহ

মানুষটি কপর্দকহীনভাবে বাকিটা জীবন কাটিয়েছেন । আলহামদুলিল্লাহ আমাদের মায়েরা এ ঘটনা জানেন ।"

এ মন্তব্যের পরই আমি আপনাকে কমেন্ট করার প্রয়োজনীয়তা অনুভব করেছি।


০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৩

ভালো বলেছেন: ঘটনাটা তো সত্য । মুসায়াব রাঃ এর মা খুব ব্যাক্তিত্ববান মহিলা ছিলেন । মুসায়াব রাঃ তাকে খুব ভয় পেতেন । কিন্তু আন্দোলনের প্রতি ভালোবাসা তাকে বিজয়ী করেছে ।

আমাদের পরিস্থিতি তো এতোটা কঠিন নয় । আমাদের মায়েরা মুসলমান । তাদেরকে বুঝিয়ে বলা যায় :)


১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৩

পুতুল বলেছেন: শিবির বা কোন ধর্মীয় সংগঠন কখনই সমর্থন করব না। কিন্তু জানার ইচ্ছা ছিল আপনারা বাদ্যযন্ত্র কেন বাজান না? কোন উত্তর পেলাম না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৭

ভালো বলেছেন: কে বলেছে বাজাই না :) রাসুলুল্লাহ সাঃ বিয়েতে -আনন্দ করতে বলেছেন । দফ ছিলো তখনকার সময়ের সবচেয়ে ভালো বাদ্যযন্ত্র । সেটার অনুমতি ছিলো । কালের পরিক্রমায় এখন সেই অনুমতির আরো উন্নত সংস্করন নিশ্চয়ই হয়েছে ।

পরিবেশের সাথে মানানসই যেকোন কাজ ইসলাম সমর্থন করবে ।

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:০৫

তামিম ইরফান বলেছেন: ভালো আপনারা কি টাইপের বাদ্যযন্ত্র বাজান???

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:১৪

ভালো বলেছেন: হা হা হা

আসলে ওটা একটা কথার কথা । বুঝাতে চাইছি বাজানোর সুযোগ আছে ।পুতুলকে দেয়া লিঙ্কটায় গিয়ে দেখেন । কিছু এক্সপেরিমেন্ট শুরু হয়েছে মাত্র ।

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:২৪

পুতুল বলেছেন: ব্রাহ্মবারিয়ায় জন্ম, কিন্তু পরে কোলকাতায় চলে যান, বাবা আলাউদ্দিন খাঁন। ভারতীয় উপমহাদেশের শাস্রীয় সংগীতের জনক। রবি শংকর তার শিশ্য। রাগ বা উচ্চাংগ সংগীত শুনেছেন কখনো? না শুনে থাকলে শোনার অনুরোধ রইল। হরিপ্রসাদ চৌরাশিয়া নামের এক ভদ্রলোক খুব ভাল বাঁশি বাজান, শুনে দেখতে পারেন।
ভারতীয় সংগীতের সবচেয়ে উৎকর্ষ সাধিত হয়েছে মুসলমানদের হাতে।
আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৮

ভালো বলেছেন: শুভকামনার জন্য অনেক ধন্যবাদ আপু ।

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৯

বুড়া শাহরীয়ার বলেছেন: ভাল পোস্ট

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০১

আলী আরাফাত শান্ত বলেছেন: একমূঠো মাইনাস।

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৪

কেএসআমীন বলেছেন: এ দেকি মহা রামছাগলীয় গানের পোস্ট.... হা হা হা

২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫০

মাহমুদ রহমান বলেছেন: ডোন্ট মাইন্ড, মাকেও অত্যধিক গুরুত্ব দিতে হবে। কারণ, মায়ের যত্ন নেয়ার মত লোক তো কেবল আপনারায়। মাঝে মধ্যে মায়ের সাথে সময় দেয়ার জন্য দায়িত্বশীলের উচিত অধিনস্তদের ছুটি দেয়া।

প্রত্যেক নামাজে দুইটি দোয়া আমার কমন....... এক হলো, রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা এবং দুই হলো, রাব্বি জিদনি ইলমা।

মায়ের জন্য ভালোবাসা করো তোমরা অনুভব

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২২

ভালো বলেছেন: থ্যাঙ্কস । আপনাদেরকে আমি মনে হয গানটার প্রেক্ষাপট কোন এক কমেন্টে বলার চেস্টা করেছিলাম । প্রেক্ষাপট না বুঝে কমেন্ট না করা উচিত ।

আপনি আপনার মাকে যতটা ভালোবাসেন আমি তার চেয়ে কোন অংশে কম ভালোবাসিনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.