নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন মনে, আপন সুরে

I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it.

শূন্যবতী

না প্রেমিক না বিপ্লবী

শূন্যবতী › বিস্তারিত পোস্টঃ

উদাল (?)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২

সে বসন্তের ফুল। জীবনের এতগুলো বসন্ত পেরিয়ে তার সাথে প্রথম পরিচয় এই গত বসন্তে। নীল-আকাশের বুকে থোকা থোকা ঝুড়ি ঝুড়ি হলুদ ফুল। পলাশ, পারিজাতের মতো তারও ফুল ফোটার সময়ে গাছে কোন পাতা থাকে না। ফলে তিরিশ ফুটেরও বেশি উঁচু একটা গাছ ভর্তি কেবল ফুল আর ফুল, যে কোন পথিককে মুগ্ধ করে রাখে দিনের পর দিন। সে হয়তো চুপিচুপি হাসে আর বলে আমার রূপের এখানেই শেষ নয় আরো কিছু আছে। পথিকের মুগ্ধতা বিস্ময়ে রূপান্তরিত হয় কিছুদিন পরই যখন সে দেখে একই গাছে আবার ফুল ফুটেছে! এবার লাল।

নাম না জানা, অচেনা এই ফুলেরগাছ দেখে অনেকের কাছেই গাছটার নাম জানতে চাইলাম। বেশির ভাগেরই উত্তর, ‘জানি না’, কেউ কেউ বলল ‘তুলা গাছ’। একজনতো ‘শিমুল তুলা’ বলে বিশ্বাস করাতে না পেরে রীতিমতো জোড়াজুড়ি শুরু করল। অবাক হয়ে ভাবি এই গাছে তুলা ধরে কিভাবে?

এদের শিমুল তুলা বা তুলা গাছ বলার কারণ বুঝতে পারলাম কয়েকদিন পর। হলুদ ফুল ঝরে সবুজ ফল এলো। এর কিছুদিন পর সবুজ ফল পেকে লাল হয়ে ফেটে ফুলের মতো পাপড়ি মেলে ধরল, যেন শিমুল।



আগের ফুল যারা দেখে নি তারা এগুলোকে ফুল মনে করে ‘ফুল’ হতে বাধ্য।

আরো কয়েকজনকে এটার নাম জিজ্ঞেস করলাম। একজন বলল, ‘উদাল’। প্রথম আলোর একটা ফটো দেখলাম ‘উদাল’ নামে, দেখতে অনেকটা এর মতোই। কিন্তু বিশেষজ্ঞের সায় মিলল না। তিনি উদাল নামে যা দেখালেন তার বোটানিক নাম firmina colorata। যাই হোক এই সময়ে গাছটা পাতায় ভর্তি। ঘরের সামনের গাছটার দিকে নিয়মিত নিজর রাখি। অপেক্ষায় আছি কবে তুলা ধরে!



পুনশ্চঃ ১। খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘিনালা উপজেলায় একটা জায়গার নাম ‘উদাল বাগান’।

২। Sterculia urens যার Assamese নাম Oda

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫

গোর্কি বলেছেন: জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনিও ক্ষুধার লাগি,
জোটে যদি মোটে দুটি পয়সা
ফুল কিনিও হে অনুরাগী।।


-পোস্টে ভাললাগা জানাই।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

শূন্যবতী বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.