![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না প্রেমিক না বিপ্লবী
ঘাসে আগাছায় ভরা আঙিনায় হঠাৎ দেখি এক আগন্তুক। নাম যেহেতু জানি না আর ঘাসের মধ্যে ঘাস ফুরে বেরিয়েছে সেহেতু সে আমার কাছে ঘাসফুল। এতো সুন্দর ঘাসফুল আগে কখনো দেখি নি! তখন মনে হয় নি কেউ লাগিয়েছে। আর একলা একটা কেন ফুটল তাও বুঝি নি। কিন্তু কয়েকদিন পর এক সকালে দেখি উঠোনময় একঝাঁক ফুটে আছে আমার নাম না জানা ঘাসফুল, যেন হঠাৎ পাওয়া কোন উপহার। আজ জেগে ওঠে নিজেদের সাথে অতীতের মানুষের অস্তিত্বের জানান দিচ্ছে।
তখন মনে হল পূর্বসুরীরা কেউ হয়তো লাগিয়েছিলেন। কারো জানা থাকলে নামটা জানিয়ে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করবেন, এ প্রত্যাশা রইলো।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭
শূন্যবতী বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৮
ভিটামিন সি বলেছেন: আপনার অচেনা অতিথীকে আমি মনে করেছিলাম সাপ হবে। কিন্তু পোষ্ট পড়ে দেখলাম, জানলাম, বোঝলাম এটি অতীব সুন্দর একটি/এক বাগান ফুল। ছোট বেলায় এই ফুলকে পেয়াজ ফুল বলে চিনতাম। কারণ এই গাছ দেখতে পেয়াজের মতো।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪
শূন্যবতী বলেছেন: সাপ
পেয়াঁজ ফুল সুন্দর নাম
কমেন্টের জন্য ধনে-পাতা
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
নীল েমঘ বলেছেন: ফুলগুলো দেখে "তারাফুল" এর কথা মনে পড়ে গেলো। আ
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২০
শূন্যবতী বলেছেন: ধন্যবাদ, নীল মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ুক 'রেইন-লিলি'র উপর
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২১
শূন্যবতী বলেছেন: নাম জেনেছি
রেইন লিলি
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর