নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিধ্বণির মতন ফেরে যেই আশা-
আবছা আধার,
জোনাক পোকার সেই আলোয়,
আকাশ ভরা আশার অনুর রেশ।
যায়-আসে সে, দেয়না ধরা আর;
চোখ ফেরাতেই চমকে উঠি ফের-
আকাশ তারায় এ কোন্ অন্ধকার!
উতাল হাওয়া, আনমনে যেই কান পাতি
শব্দ থামে, নিবিড় কোনো সুরতানে
বইছে কিছু গাইছে কিছু সানন্দে
মন ছুঁয়ে যায় অল্পগভীর আনন্দে।
হঠাৎ এ কী! বিষাদ মাখা এ কোন সুর
টেনে আমায় যাচ্ছে এ কোন্ অচিনপুর?
মন ছুঁয়ে যায় রঙের খেলায় রামধনু
আকাশ আলোয় রংয়ের ছড়াছড়ি,
নীল নীলিমায় শুভ্র সাদা মেঘ
ইচ্ছেসুতোয় করছে ওড়াউড়ি।
মন ফেরাতেই হঠাৎ মনে হয়
এসব তো আর প্রতিদিনের নয়।।
রোজ নিরাশায় এই যে দহন, সব শেষে
এই যে আশা, উতাল হাওয়া, মন যেনো
রামধনুতে মেঘের আলিঙ্গন-
হয়তো তা র'বেনা বেশিক্ষণ;
ভ্রান্তিরেখার পার্শ্বদুয়ার খোলা,
পথিক মতো ক্ষনিক বসি ছায়ায়-
হঠাৎ পাওয়া টুকরো সুখের মায়ায়।
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৭
শুভ পাটগ্রাম বলেছেন: রংধনুর আরেক নাম রামধনু। ধন্যবাদ।
২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হঠাৎ এ কী! বিষাদ মাখা এ কোন সুর
টেনে আমায় যাচ্ছে এ কোন্ অচিনপুর?
............................................................... সুখের পরে আসে দু:খ !!!
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
শুভ পাটগ্রাম বলেছেন: ঠিক ধরেছেন!
৩| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪
শুভ পাটগ্রাম বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০২
মাহমুদুর রহমান বলেছেন: রামধনু অর্থ কি?