নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ পাটগ্রাম

কিছু নাই।

শুভ পাটগ্রাম › বিস্তারিত পোস্টঃ

দূর্বোধ্য লাগে আমার বোধ

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮









এইযে নাড়িয়ে দুটি ঠোঁট,
কাঁদিয়ে দিলি মন,
কাঁপিয়ে দিলি হৃদ,
কিসের প্রতিশোধ?

কেনজানি' দূর্বোধ্য লাগে আমার বোধ।



এইযে ক্লান্ত রুধির ধারা,
নিত্য অশ্রু শোক,
দৃষ্টিশূন্য চোখ,
...বদল করি আয়;
ঠুনকো আঘাত, ঠুনকো প্রবোধ
কিসের হতাশায়?

হোক দুর্লভ অশ্রুকণা, অশ্রুসিক্ত চোখ।



এইযে আবার চন্দ্রাহত,
হলাম কেন বল্?
ভেঙ্গে টুটে আবার অটুট জুড়ছে মনোবল;
মানবি নাতো? জেনে রাখিস, মনে রাখিস বল।

এই দেখ্-
নড়ছে আধার, সরছে কিছু, কাঁপছে দুটি ঠোঁট-
মাঝে মাঝেই দূর্বোধ্য লাগে আমার 'বোধ'।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

নজসু বলেছেন:




মনকে শক্ত করতে হবে কবি।
কাউকে ভালোবাসার আগে কষ্ট সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৪

শুভ পাটগ্রাম বলেছেন: আগে ও পিছে সেই সক্ষমতা অর্জনের চেষ্টা প্রতিনিয়ত। থ্যাংক য়্যু।

২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

শুভ পাটগ্রাম বলেছেন: ধন্যবাদ।

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১

প্রথম বাংলা বলেছেন: আমি সাধারণত পড়ি কম। মাঝে মাঝে লিখি। এই কবিতাটি পড়েছি, ভালোও লেগেছে বেশ। শুভ কামনা রইলো।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

শুভ পাটগ্রাম বলেছেন: প্রতিশুভেচ্ছা রইল। উৎসাহিত হলাম আপনার কমেন্ট পড়ে। মাঝে মাঝে নয়, রেগুলার লিখবেন -এই আশা রাখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.