নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে খাওয়া রোদ।

shuvo78

shuvo78 › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার আসবাব

১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

ভালবাসার জন্য যেসব জিনিস খুব বেশি প্রয়োজন তাহলো বিশ্বাস , ভরসা, আশা এসকল ব্যাতিত ভালবাসা অসম্ভব। আর যদিওবা এগুলো থাকে তবে থাকার মতো থাকতে হবে। উদাহরণ সরুপ নিচে ৩টি ঘটনা বলছি:

১। একদা এক গ্রামের কিছু মানুষ একত্রিত হয়ে ঠিক করলো তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো সুধু একটি ছেলে ছাতা সহ এলো। এটাই বিশ্বাস।।
২। যখন কেউ কনো শিশুকে ওপরে ছুড়ে খেলা করেন তখন সে হাসতে থাকে কারণ, সে যানে যে মাটিতে পরার আগেই আপনি তাকে ধরে ফেলবেন। এটাই ভরসা।।
৩। আমরা প্রতিদিন রাতে ঘুমনোর আগে ঘরিতে অ্যালাম দিয়ে সুই, জানিনা কাল আবার ঘুম থেকে উঠতে পারব কিনা।
এটাই আশা।।

মানুষের জীবনে যদি ভালবাসাকে বাস্তবায়িত করতে হয় তবে এই তিনটি জিনিসের প্রয়োজনীতা অপরিসীম। যদি কেউ এই তিনটি জিনিস ব্যাতিত ভালবাসায় সার্থকতা আশা করে তবে সে কনদিন তা পাবেনা বরং সারা জীবন ভালবাসার সৃতী চারন করে যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.