![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওগো ফাগুন মেয়ে আগুন চোখে চেয়ে আছো
বলতো দেখি ফাগুন পিয়াসীর বুকে
কতটা আর্তনাদে ফাগুন আসবে তবে?
সে কবে, সে কবে, তোমার আপন হবে?
কতটা স্বপ্ন হারিয়ে গেলে
স্বপ্ন সত্যি হবে,
কতটা সময় ফুরিয়ে গেলে
সময়টা থেমে যাবে!
কতটা দৃষ্টি ঝাপসা হলে
সৃষ্টি ধরা দিবে,
কতটা ব্যথায় ব্যথিত হলে
হাতটা টেনে নিবে!
সে কবে, সে কবে, সে শুধু আমার হবে!
ফাগুন পিয়াসীর তৃষ্ণা কি মিটিয়ে দিবে?
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: কতটা স্বপ্ন হারিয়ে গেলে
স্বপ্ন সত্যি হবে,
দারূণ
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
shuvo78 বলেছেন: স্বপ্ন কোনদিন সত্যি হবার নয়। কারন যেদিন স্বপ্ন সত্যি হবে সেদিন জীবন অর্থহীন হয়ে পরবে।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
shuvo78 বলেছেন: নিজের লেখার ব্যাপারে কিছুই বলার নেই।