নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘন্টার কাঁটায় আমি থেমে আছি, তোমার প্রতীক্ষায়,
তুমি সেকেন্ড হয়ে কাঁপন তুলে চলে গেলে।
শত বছর ধরে প্রতীক্ষার চাতক আমি,
এক ফোঁটা বৃষ্টি হয়ে তুমি এলে না।
আকাশের বুকে ভেসে থাকা মেঘের মতো,
তোমার ছোঁয়ায় হারাই; অথচ পাই না ঠাঁই।
নিভৃত অন্ধকারে জ্বলে যাই, তোমার স্পর্শের তৃষ্ণায়,
তবু তুমি দূরে, আছো অনেকটাই।
বাতাসে ছুঁই তোমার ঘ্রাণ,
শুধু তুমি আছো, তবু নেই এখানে—
এক ফোঁটা হয়ে আসোনি জীবনের ছন্দে,
তোমায় ভাবনায় বেঁধে রাখি প্রতিদিন, প্রতিক্ষণে।
২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯
shubh+r বলেছেন: ধন্যবাদ ভাই। আগেরটা মুছে দিয়েছি।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:৩৪
মিরোরডডল বলেছেন:
একই পোষ্ট দুইবার হয়েছে।
একটা ডিলিট করে দিবে প্লীজ যেন স্পেস ব্লক না হয়।
থ্যাংক ইউ।