![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১) রিকশাওয়ালারাই একমাত্র পারে-
অন্যের বউ কে নিয়ে রিকশায় ঘুরতে!!!
(২) বাসর রাতে এক স্পিনার তার বৌকে;
স্বামী: হ্যাগো, আমিই তোমার জীবনে প্রথম পুরুষ তো??
বৌ: আরে বোকা! স্পিনাররা কখনো নতুন বল পায় নাকি!!
(৩) মদ আর প্রেমের মধ্যে কি সম্পর্ক?
মদ বেশি খেলে ছেলেরা বমি করে...আর প্রেম বেশি করলে মেয়েরা বমি করে...!!
(৪) পলিথিন যদি নিষিদ্ধ হয় কনডম কি দিয়া তৈরি হবে???
(৫) ক্রাশ আর বাঁশের সম্পর্ক ভাই-ভাই
(৬) শিক্ষকঃ বল তো পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি কে?
ছাত্রঃ সানি লিওনের ক্যামেরা ম্যান, স্যার।
৬টা পড়লে ১টা ফাও
একদিন শালী আর দুলাভাই নির্জন জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল । হঠাৎ শালী দুলাভাইকে বলে উঠলো,
''দুলাভাই এই নির্জন জঙ্গলে আমায় একা পেয়ে আপনি আমার সাথে উল্টোপাল্টা কিছু করবেন না তো? আমার কিন্তু খুব ভয় করছে!''
দুলাভাইঃ ''বোকা নাকি?
দেখতে পারছ না আমার এক হাতে লাঠি আর ছাগল অন্য হাতে আছে মুরগি, দড়ি আর একটা বালতি। দুহাতে এত এত জিনিস নিয়ে আমি কিভাবে তোমার সাথে উল্টোপাল্টা করবো?''
শালীঃ ''কেন পারবেন না? যদি লাঠি মাটিতে পুঁতে তার সাথে দড়ি দিয়ে ছাগলটাকে বেঁধে দেন আর বালতি টাকে উল্টো করে মুরগিটাকে আটকে দেন তাহলেই তো আপনি সব রকম উল্টোপাল্টা করতে পারবেন আমার সাথে।
আমার না ভীষণ ভয় করছে..............''
"
"
"
"
ইশপীয় বাণীঃ শালী খালি ঠাট্টার বস্তু নহে
(তামাম নেট হইতে টুক্লিফায়েড)
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০১
সিকদার বাড়ীর পোলা বলেছেন: বাহ, আপ্নে কত্ত গিয়ানি !!
২| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
সানভী সালেহীন বলেছেন: এগুলো আগে পড়েছি
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০১
সিকদার বাড়ীর পোলা বলেছেন: রিভিশানও হৈয়া গেলো, আর জীবনে ভুলবেন্না
৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বটে !!
রিক্সা আলাই বাপের ব্যাটা !!
নিরাপদে পরের বউ নিয়ে ঘোরার হিম্মত রাখে।
সাবাস বাঘের বাচ্চা !
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৩
সিকদার বাড়ীর পোলা বলেছেন: মোক্ষম
আমি আপ্নেও তার জিম্মায় বউরে দিতে কার্পণ্য করি না
৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
শাহারিয়ার ইমন বলেছেন: চিপ জোকস না দিলেই কি নয়
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪
সিকদার বাড়ীর পোলা বলেছেন: দামী সব গণভবনে, অসুবিধা আছে
৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সবজান্তাঃ^j^
@"পলিথিন যদি নিষিদ্ধ হয় কনডম কি দিয়া তৈরি হবে???""
আপনি পলিথিনের কনডম ব্যবহার করেন নাকি?
কনডম তো রাবারের তৈরী।।
@বল তো পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি কে?
ছাত্রঃ সানি লিওনের ক্যামেরা ম্যান, স্যার।
*ক্যামেরা ম্যানরা টাঙ্কি খালি করেই ভিডিও করে
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৭
সিকদার বাড়ীর পোলা বলেছেন: আরেকজন গিয়ানি পাইলাম, কি সৌভাগ্য
৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮
স্বপ্ন কুহক বলেছেন: ৬ নং টা পড়ে হাসতেই আছি
ধন্যবাদ
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৩
সিকদার বাড়ীর পোলা বলেছেন: অভাগার দুঃখ কেউ বুঝে না
৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯
স্বপ্ন কুহক বলেছেন: পেডে পেডে দুইন্যার ভুদদী
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৪
সিকদার বাড়ীর পোলা বলেছেন: আপ্নেরও কি কম,
পারলাম না কিছুতেই
৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২
স্বপ্ন কুহক বলেছেন:
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩
সিকদার বাড়ীর পোলা বলেছেন: আপ্নে সফল, পিত্তি পুরাই জ্বলতেছে
৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এমা ! এগুলো কতি হয়না! খালি শুনি হাসতি হয়
সময়ের সাথে সবই বদলায়! কৌতুকের সময় জ্ঞানে টাস্কিত
++
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬
সিকদার বাড়ীর পোলা বলেছেন: হাসেনগো গোঁসাই,
আর উপায় কি?
১০| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯
কাওসার চৌধুরী বলেছেন:
পড়লাম আর হাসলাম।
সত্যি চরম সত্যি কথা বলছেন।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯
সিকদার বাড়ীর পোলা বলেছেন: চৌধূরী বাড়ির ভোট মিলেছে,
আর কি চাই
১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০০
তারেক_মাহমুদ বলেছেন: কালেকশন ভাল ছিল, বেশ হাসলাম।
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৬
সিকদার বাড়ীর পোলা বলেছেন: দায়িত্ব বাইড়া গেল,
পরেরবার কষ্ট হৈব
১২| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
বাড়ীতে কনডম রিসাইকেল যন্ত্র আবিষ্কার করা সময়ের দাবি।
@ নিজাম মন্ডল *ক্যামেরা ম্যানরা টাঙ্কি খালি করেই ভিডিও করে: হাসি এইমাত্র থামল।
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৯
সিকদার বাড়ীর পোলা বলেছেন: আস্তে কন, পরে যদি চেইতা ঐ......টার ইউজই বন্ধ কৈরা দেয় !
মন্ডলদা'র অভিজ্ঞতাও বটে !!
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর বিনোদন।
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫২
সিকদার বাড়ীর পোলা বলেছেন: অশ্লীলতাও এক ধ্রূপদীয় সৌন্দর্য বটে
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৫
মোস্তফা সোহেল বলেছেন: পড়ে মনে হয় অনেক গ্যান বাড়ল!
১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৯
সিকদার বাড়ীর পোলা বলেছেন: স্বাভাবিক, গুঢ় গভীর বচন নিহিত
নেন এবার সংযোজিত ফাওখানাও পড়িয়া লন
১৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: পোলা ভাই, অনেক হাসলাম।হা হা হা।
শুভ কামনা রইল।
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৮
সিকদার বাড়ীর পোলা বলেছেন: আওয়াজ পাই নাই তাতে কি, আপ্নের উপ্রে আমার অগাধ বিশ্বাস
আপ্নারেও শুভেচ্ছা
১৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অশ্লীলতাও এক ধ্রূপদীয় সৌন্দর্য বটে
দুজন মানুষ যখন কাছাকাছি আসে। তারা দুজনকে দুজন খুব ভালোবাসে। তখন তারা যদি অশ্লীল কিছু করে, সেটাকে অশ্লীল বলা ঠিক নয়।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৫
সিকদার বাড়ীর পোলা বলেছেন: শ্লীলতার এক যুগান্তকারি সংজ্ঞা বটে
১৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯
ক্স বলেছেন: আমি আগে যখন ভিজিট করে গেলাম, তখন শালী দুলাভাইয়ের ঐ বোনাস কই ছিল? আপনাকে আরেকটা বোনাস জরিমানা করা হল।
বেচারা দুলাভাই! পুরুষ জাতিও এখন নিরাপদ না!
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৭
সিকদার বাড়ীর পোলা বলেছেন: শপিং সেরে বাড়ি ফিরতেই ছোট্ট বাবু তার মাকে বললো, “মা মা, আজ কী হয়েছে শোনো, আমি তোমার আলমারিতে লুকিয়ে খেলছিলাম, এমন সময় বাবা আর পাশের ফ্ল্যাটের টিনা আন্টি এসে ঢুকলো। তারা দু’জন সব জামাকাপড় খুলে ফেললো, তারপর বাবা টিনা আন্টির ওপর চড়ে বসলো …।”
এটুকু শুনেই বাবুর মা তাকে থামিয়ে দিলেন। মুখখানা গম্ভীর করে বললেন, “ব্যস, আর একটা শব্দ না। এবার বাবা ফিরলে তুমি যা দেখেছো, তা আবার ঠিক ঠিক বলবে, কেমন?”
বাবুর বাবা বাড়ি ফিরতেই বাবুর মা মুখ ঝামটা দিলেন। “তোমার মতো একটা লম্পটের সাথে আমি আর সংসার করবো না।”
বাবুর বাবা ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন, “কেন?”
তখন বাবুর মা বললেন, “বল বাবু, কী দেখেছিস গুছিয়ে বল।”
বাবু বললো, “আমি তোমার আলমারিতে লুকিয়ে খেলছিলাম, এমন সময় বাবা আর পাশের ফ্ল্যাটের টিনা আন্টি এসে ঢকলো। তারা দু’জন সব জামাকাপড় খুলে ফেললো, তারপর বাবা টিনা আন্টির ওপর চড়ে বসলো, তারপর তুমি আর আক্কাস আঙ্কেল গত পরশু দিন দুপুরে যা করেছিলে, বাবা আর টিনা আন্টি তা-ই করতে লাগলো …।”
এই যে আরো একখান,
একদিন ইভা রহমান চা খাচ্ছিলো। একটা বাচ্চা মাছি নতুন উড়তে শিখেছে,তো মাছিটা উড়তে উড়তে চায়ের কাপে পড়ে গেলো।ইভা রহমান না দেখে মাছি সহই চা খেয়ে ফেলল। পরে মাছিটার বাবা খোঁজ করতে এসে যা বলল তা শুনে ইভা রহমান অজ্ঞান হয়ে গেল।
কী বললো মাছিটার বাবা??
.
.
.
.
“এই মেয়ে শোন,তোমার
পেটে আমার বাচ্চা”
১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন:
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
সিকদার বাড়ীর পোলা বলেছেন: বাহ, কেলাইয়া জোক্সটি এভারগিরিন বানাইয়া দেলেন
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
ক্স বলেছেন: দুনিয়ার কোন কনডম পলিথিন দিয়া তৈরি হয়?
পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল হচ্ছে যারা পর্ণ এ্যাডিক্ট - তারা।