নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম - এম. জুবের রহমান। পেশায় একজন প্রকৌশলী। এ পর্যন্ত বাসা পরিবর্তন করেছি ২৪ বার , বাংলাদেশের পাড়া গাঁ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি পর্যন্ত । জেলা শহর, রাজধানী সব জায়গাতেই বসবাস করেছি ,বস্তিবাসী থেকে মিলিওনেয়ার সবার সাথেই মিশেছি।

পথ হতে পথে

‘সবার সুখে হাসব আমি, কাঁদবো সবার দুখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারির মুখে।’

পথ হতে পথে › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাশী জননীদের অগ্রাধিকার

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫

হাতের পাঁচ আঙ্গুল সমান নয় , সমাজে ও সবার অবস্থান বা গুরুত্ব সমান নয় । কর্ম গুনেই হোক আর জন্ম গুনেই হোক কেউ কম গুরুত্ব আবার কেউ বেশি গুরুত্ব পান । সারা পৃথিবীতেই কম বেশি একই অবস্থা । যেমন ধরুন পার্কিং স্পেস ; বাংলাদেশে সরকারি অফিস আদালতে গেলে চোঁখে পড়ে প্রধান প্রকৌশলীর জন্য সংরক্ষিত , জেলা জজ এর জন্য সংরক্ষিত ইত্যাদি । সাধারণ ভাবে মার্কিন মুল্লুকে ও এটা দৃষ্টি গোচর হয় , বিশেষত বিশ্ববিদ্যালয় এলাকায় । সিলিকন ভ্যালি ও এই ধারার বাইরে নয়। তবে শিক্ষনীয় ও সুখকর বিষয় হলো , এখানে অফিস প্রধানের জন্য বা কোনো হোমরা চোমড়ার জন্য স্পেস সংরক্ষিত রাখা হয়না , তবে কাদের জন্য ? প্রথমত প্রতিবন্ধীদের জন্য , যেকোনো অফিস , মার্কেট, সরকারি /বেসরকারী স্থাপনায় প্রতিবন্ধীদের জন্য পার্কিং স্পেস সংরক্ষিত রাখা বাধ্যতামূলক । সিলিকন ভ্যালি তে যেটা নতুন চোখে পড়লো ও ভালো লাগলো সেটা হলো প্রায়োরিটি পার্কিং এ ঊল্লেখযোগ্য সংখ্যক স্পেস সংরক্ষিত রাখা হয় সন্তান প্রত্যাশী মায়েদের জন্য । বিল্ডিং এর ভেতরেও তাদের জন্য আছে wellness রুম , শরীর খারাপ লাগছে এখানে বিশ্রাম নিতে পারবেন , নবজাতক সন্তান কে দুধ খাওয়াবেন এখানে খাওয়াতে পারবেন ইত্যাদি । আশা করি বাংলাদেশ এর সকল অফিস পাড়াতে এই রীতি শুরু হবে শীঘ্রই । বাংলাদেশ অবশ্য এক দিক দিয়ে এগিয়ে আছে , সেটা হলো মেটার্নিটি লিভ । যুক্তরাষ্ট্রে কাগজে কলমে মেটার্নিটি লিভ থাকলেও চাকরি হারানোর আতঙ্কে কেউ দুই তিন সপ্তাহের বেশি ছুটি নিতে চান না । সবেতনে একবছর ছুটি দেয়ার জন্য অনেক দিন থেকেই মানবাধিকার সংস্থা গুলো দেন দরবার করছে , সবার চোখ ছিল বিল গেটস দম্পত্তির দিকে । তবে হতাশ করেছেন তারা ও , প্রসূতি মায়েদের জন্য অতিরিক্ত টাকা দিতে রাজি হলেও একবছর ছুটি দেয়া সম্ভব নয় বলে তারা জানিয়েছেন । তবু এক ধাপ তো এগুলো , আশা করি ভবিষ্যতে একবছর না হউক অন্তত চার মাস সবেতনে ছুটি প্রবর্তন করে কর্পোরেট জগতে নব দিগন্তের উম্মোচন করবেন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২০

মাহমুদুর রহমান বলেছেন: এটা হউক আমি চাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫

পথ হতে পথে বলেছেন: ধন্যবাদ

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: বেসরকারি প্রতিষ্ঠান গুলো এব্যাপারে খুব কঠোর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬

পথ হতে পথে বলেছেন: সহমত পোষণ করছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.